শেয়ার বিক্রি করে ১৮ হাজার কোটি টাকার বেশি মুনাফা করলেন আদানি 

ফরাসি বিদ্যুৎ উৎপাদক সংস্থা টোটাল এসই-র কাছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ২৫০ কোটি ডলার মুনাফা করেছে গৌতম আদানি।

Written by SNS New Delhi | January 20, 2021 10:45 am

আদানি (Photo: Getty)

আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২০ শতাংশ বিক্রি করে দিলেন ধনকুবের গৌতম আদানি। ফরাসি বিদ্যুৎ উৎপাদক সংস্থা টোটাল এসই-র কাছে ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ২৫০ কোটি ডলার মুনাফা করেছে, যা ভারতীয় টাকার অঙ্কে ১৮ হাজার ২৯৬ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।

এছাড়া আদানির সৌরবিদ্যুৎ উৎপাদক অপর একটি সংস্থারও ৫০ শতাংশ কিনে নিয়েছে ওই ফরাসি সংস্থা বলে জানা গেছে ব্লুবার্তা নিউজ সুত্রে।

প্রসঙ্গত, গত বছর মুম্বইয়ে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে চারগুণ। ফলে বাজারে ওই কোম্পানির মূল্য এখন ২ হাজার কোটি ডলার বা প্রায় ১৫ হাজার কোটি টাকা।

গতবছর ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি তার প্রযুক্তি ও খুচরাে ব্যবসায়ে ফেসবুক, গুগলের মতাে সংস্থার বিনিয়ােগ এনেছেন। তার মূল্য প্রায় ২৭০০ কোটি ডলা।

এখন ভারতের তিনটি ক্ষেত্র বিদেশি বিনিয়ােগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যেগুলি হল মােবাইল ডাটা, জ্বালানি ও বিদ্যুৎ।