রাজধানীর অশোক বিহারে প্রকাশ্যে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি পুলিশের সূত্রে খবর, শনিবার সকালে লক্ষ্মীবাই কলেজের সামনে ২০ বছরের এক তরুণীর উপর অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দীপচাঁদ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি পুলিশ জানায়, ‘আজ দীপচাঁদ বন্ধু হাসপাতাল থেকে একটি ফোন আসে যে, এক ২০ বছরের তরুণী অ্যাসিডে পুড়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।’ পরে হাসপাতালে গিয়ে পুলিশ জানতে পারে, আক্রান্ত তরুণী দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেদিন তিনি অশোক বিহারের লক্ষ্মীবাই কলেজে ক্লাসের জন্য গিয়েছিলেন। কলেজের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময়ই এই হামলার ঘটনা ঘটে।
Advertisement
ভুক্তভোগীর অভিযোগ, তাঁর পরিচিত জিতেন্দ্র নামে এক যুবক, মুকুন্দপুরের বাসিন্দা, দুই সঙ্গী— ঈশান ও আরমানকে নিয়ে মোটরবাইকে এসে তাঁকে আক্রমণ করে। ঈশান একটি বোতল আরমানের হাতে দেয়, আর আরমান সেটি তাঁর দিকে ছুঁড়ে মারে। বোতল থেকে অ্যাসিড ছিঁটকে পড়লে তরুণী মুখ ঢাকার চেষ্টা করেন। ফলে তাঁর দুই হাতও গুরুতরভাবে পুড়ে যায়।
Advertisement
আক্রান্ত তরুণীর দাবি, জিতেন্দ্র দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করত এবং প্রায় এক মাস আগে তাঁদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডাও হয়েছিল। সেই আক্রোশেই এই হামলার আশঙ্কা করছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অপরাধ দমন শাখা (ক্রাইম টিম) এবং ফরেনসিক দপ্তরের বিশেষজ্ঞরা (এফএসএল)। তাঁরা পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছেন।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আক্রান্তের বয়ান এবং আঘাতের ধরন অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’
Advertisement



