রেলের আয়ে করোনার প্রভাব নিয়ে আলোচনার সময় এখনও আসেনি মত রেলমন্ত্রীর

রেল ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছে, করোনা’র ধাক্কা সামলিয়ে ফের উঠে দাঁড়াতে বেশ খাকিটা সময় লাগবে বিশ্ববাণিজ্যের।

Written by SNS New Delhi | June 6, 2020 7:40 pm

কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গােয়েল (File Photo: IANS)

রেল ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছে, করোনা’র ধাক্কা সামলিয়ে ফের উঠে দাঁড়াতে বেশ খাকিটা সময় লাগবে বিশ্ববাণিজ্যের। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান এখনই ভারতীয় রেলের উপর করোনার প্রভাব নির্দিষ্ট করে বলার সময় আসেনি।

সাক্ষাৎকারে পীযূষ গয়াল জানান, ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ ক্যাপেক্সের মুখ দেখেছে সংস্থা। ২০১৯-২০ অর্থবর্ষে যে টাকার অঙ্ক ১.৬১ লক্ষ কোটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময়ে আস্থা রেখেছেন ভারতীয় রেলের উপর। তিনি বিশ্বাস করেছেন দেশের অর্থনীতিতে এক উল্লেখযোগ্য অবদান করতে পারবে। ঠিক এই কারণেই ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০১৯-২০ অর্থবর্ষে ২০ শতাংশ বাড়তি অনুদান রেলকে দেওয়া হয়েছিল।

এই আলোচনায় রেলের বেশ কিছু নতুন পদক্ষেপ এবং সাফল্যের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী। জানান, করোনা’র সংকট থেকে মুক্তি পেলে আগামীদিনে রেলের আধুনিকরণের উপর আরও বেশি জোর দেওয়া হবে।

তবে করোনায় যে হারে ক্ষতি হয়েছে রেলের, সে বিষয়ে কথা বলতে গিয়ে পীযুষ গয়াল জানান, ‘এখনও পর্যন্ত সম্পূর্ণ হিসেব করার সময় আসেনি। আমাদের আরও কিছুদিন গোটা পরিস্থিতি নজরে রাখতে হবে। এখনও পর্যন্ত টিকিট বুকিংয়ের সংখ্যা খুবই কম।’

তিনি বলেন, ‘এখনই অর্থনৈতিক প্রভাব আলোচনা করার সময় আসেনি। আমাদের ধৈর্য ধরতে হবে। পরিকাঠামোর তৈরি দিক থেকেও আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। এখন দেখতে হবে কত দ্রুত আমরা কাজ শুরু করতে পারি।’