• facebook
  • twitter
Sunday, 10 August, 2025

সিকিমে খাদে গাড়ি পড়ে এক পর্যটকের মৃত্যু

সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১১ জনকে নিয়ে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাচ্ছিল গাড়িটি।

উত্তর সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটকদের গাড়ি। মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দু’জনকে। বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের বাসিন্দা। আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।

সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১১ জনকে নিয়ে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাচ্ছিল গাড়িটি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকরা ছিলেন গাড়িতে। আবহাওয়া প্রতিকূল ছিল। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ভারসাম্য হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়। গড়িয়ে পড়ে হাজার ফুট নীচে। তারপর তিস্তা নদীতে গিয়ে পড়ে গাড়িটি।

স্থানীয়দের থেকে খবর পাওয়া মাত্র উদ্ধারকাজে নামে পুলিশ প্রশাসন। উদ্ধারকাজে এগিয়ে আসেন ভারতীয় সেনা জওয়ান, ইন্দো-তিব্বত বর্ডার ফোর্সের জওয়ান, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। খাদ থেকে এক পর্যটকের দেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দু’জন পর্যটককে। বাকিদের খোঁজে শুক্রবার সকাল থেকে তিস্তা নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই লাচুং যাওয়ার রাস্তা খারাপ রয়েছে। মংগন থেকে লাচুং যাওয়ার জন্য চুংথাং-মুন্সিথাং আপ রোড এবং ফিডাং রোড দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ধসপ্রবণ এলাকায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে বা কোনও ভাবে গাড়ির চাকা স্কিট করে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মঙ্গনের পুলিশ সুপার সোনম ডেচু ভুটিয়া বলেন, ‘নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’