দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়, এর ফলে দুই মহিলা সহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ এই তথ্য জানিয়েছে। এই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বসন্ত কুঞ্জ পুলিশ জানিয়েছে, লোহমড হোটেলের কাছে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে দুর্ঘটনার বিষয়ে ভোর ৪টে ৪৫ মিনিটে একটি কল আসে।
ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী বলেন, ঘটনাস্থলে দুই মহিলা ও একজন পুরুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। নিহত তিনজন ছাড়াও গুরুতর আহত ট্রাক চালক সিটে আটকা পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, ট্রাক চালকের নাম তৌফিক, যিনি রাজস্থানের আলওয়ারের বাসিন্দা। মৃতদের নাম অভিষেক, নিধি ও কান্তা দেবী।
ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী আরও বলেন, তদন্তে জানা গিয়েছে বাসের পিছনে থাকা লাগেজ বগি থেকে ওই তিনজন তাদের লাগেজ বের করার সময় ট্রাকটি তাদের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলিকে সফদরজং হাসপাতালে পাঠায়। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।
ফিরোজাবাদ থেকে কাপাশেরা যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ট্রাকটি বাসটিকে ধাক্কা দিলে এ ঘটনায় তিনজন প্রাণ হারান। ভোর ৫টা নাগাদ লোহমোদ হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত কান্তা ও নিধি দিল্লির মহিপালপুরের বাসিন্দা। অভিষেক ফারুখাবাদের বাসিন্দা। এ ছাড়া আহত ট্রাক চালক তৌফিকের অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।