একুশের ভােটে কংগ্রেসকে একগুচ্ছ শর্ত দিলেন আব্বাস 

শুত্রবার সন্ধ্যায় ভাইজান আব্বাস সিদ্দিকি দেখা করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে।

Written by SNS New Delhi | January 11, 2021 2:00 pm

এআইএমআইএম-র প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। (File Photo: IANS)

শুত্রবার সন্ধ্যায় ভাইজান আব্বাস সিদ্দিকি দেখা করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে। আগামী ২১ জানুয়ারি দশটি দলের ফ্রন্ট নতুন দল ঘােষণা করবেন আব্বাস।

এর পাশাপাশি বাম-কংগ্রেস জোট নিয়েও তিনি আলােচনা চালিয়ে যাচ্ছেন। সপ্তাহ খানেক আগে মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বৈঠক করেন আব্বাসের সঙ্গে।

মিম প্রধান ঘােষণা করেছেন বাংলায় আব্বাসের সঙ্গে তাল মিলিয়ে চলবে তার দল। এদিকে জানা যাচেছ আব্দুল মান্নানকে বেশ কিছু শর্ত দিয়েছে আব্বাস।

ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি ও এআইসিসি নেতৃত্বকে আব্দুল মান্নান আব্বাসের শর্ত জানিয়ে দিয়েছেন।

এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গেও আব্বাস যােগাযােগ রেখে চলেছে। তবে কি আগামী দিনে আব্বাসের দলের সঙ্গে বাম-কংগ্রেসের সমঝােতা হবে। এই নিয়েও জল্পনা শুরু হয়েছে।