গ্যাংস্টার আইনের একটি মামলায় বিধায়ক আব্বাস আনসারির বিরুদ্ধে ১০ দিনের মধ্যে যোগী আদিত্যনাথের সরকারকে তদন্ত শেষ করার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, উত্তরপ্রদেশ পুলিশকে ১০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে। তার পরেই আব্বাসের জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
উত্তরপ্রদেশ গ্যাংস্টারস অ্যান্ড অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট, ১৯৮৬-এর অধীনে দায়ের করা এক ফৌজদারি মামলায় জামিন চেয়ে উত্তরপ্রদেশের বিধায়ক আব্বাস আনসারির দায়ের করা আবেদনের শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে । বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ তদন্ত তদন্ত শেষ করে ১০ দিনের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
Advertisement
উত্তরপ্রদেশের মাউয়ের বিধায়ক আব্বাস আনসারিকে গ্যাংস্টার আইনে বছরের পর বছর জেলবন্দি করে রাখা হয়েছে। সেই নিয়ে এদিন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। গত বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের বান্দা জেলে রহস্যজনক মৃত্যু হয় আব্বাসের বাবা তথা প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির। প্রশাসন ও জেল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর কারণ হৃদরোগ বলা হয় । কিন্তু আনসারির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আব্বাস আনসারি।
Advertisement
প্রসঙ্গত, গত বছর মে মাসে আব্বাসের ছোট ভাই উমরের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। মুখতারের মৃত্যুর পরে উমর অভিযোগ তুলেছিলেন, তাঁর বাবাকে জেলের ভিতর ধীরে ধীরে বিষ খাইয়ে মারা হয়েছে। এর পরে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
এর আগে এই মামলার শুনানির সময়, আনসারির পক্ষে উপস্থিত প্রবীণ আইনজীবী কপিল সিবাল যুক্তি দিয়েছিলেন যে তাঁর মক্কেলকে রিমান্ডে না নিয়ে পাঁচ মাস ধরে হেফাজতে রাখা হয়েছে এবং কোনও তদন্ত হয়নি। এর জবাবে, উত্তরপ্রদেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ আদালতকে জানান যে, মামলার চার অভিযুক্ত এখনও পলাতক এবং আনসারির বিরুদ্ধে প্রায় দশটি মামলা বিচারাধীন রয়েছে। সিবাল পাল্টা বলেন যে, এই সমস্ত মামলায় ইতিমধ্যেই আনসারিকে জামিন দেওয়া হয়েছে।
সিবাল আদালতকে ১ মার্চ থেকে শুরু হওয়া রমজানের আগে আনসারিকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। যদিও তা গ্রাহ্য হয়নি। স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর মামলাটি পর্যালোচনা করা হবে।
Advertisement



