আম আদমি পার্টিকে উড়িয়ে দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। ২৭ বছর পর রাজধানীর মসনদে বসবে বিজেপি। কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফলে আপাতত কাজ চালিয়ে যাচ্ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। আর সেই আতিশীই এবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আতিশী বলেন, বিজেপির জয়ের পর থেকেই রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। দিল্লির বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ করেছেন। তাঁদের ইনভার্টার কিনতে হচ্ছে। তাঁর দাবি, তিন দিনের মধ্যেই মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছেন।
কিছু কাগজপত্র দেখিয়ে আতিশী বলেন, দিল্লি জনগণ তাঁদের এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন। আম আদমি পার্টি সরকার বিদ্যুৎ পরিষেবার বিষয়টির ওপর কড়া নজরদারি চালাত। আমাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দিল্লির বিদ্যুৎ পরিষেবার অবনতি হতে শুরু করেছে। তিনি বলেন, ‘গত রাতে ময়ূর বিহারে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সকালে অনেকের কাছ থেকে ফোন পেয়েছি। একজন আমাকে বললেন, তিনি একটি ইনভার্টার কিনেছেন।
Advertisement
আতিশী বলেন, ‘অনেকে আমাকে ফোন করে বলেছেন, তিন দিনের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে নির্বাচনে আমরা সম্ভবত ভুল করেছি।’ দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কথায়, আম আদমি পার্টির বিদায়ের সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপি সরকার চালাতে পারবে না। যদি ফেব্রুয়ারিতে এত দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট থাকে, তাহলে মে, জুন এবং জুলাই মাসে কী হবে, যখন সর্বোচ্চ চাহিদা ৮,৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে? বিজেপি সরকার চালাতে জানে না। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিজেপি যখন দিল্লিতে ক্ষমতায় ছিল, তখনও বিদ্যুৎ পরিষেবা খারাপ ছিল। এখন ২০টি রাজ্যে বিজেপি সরকার রয়েছে। সেই সব রাজ্যেই বিদ্যুতের অবস্থা একই রকম।
Advertisement
আতিশী বলেন, এটা খুবই দুঃখজনক যে নির্বাচনে জয়ের পর বিজেপি দিল্লিকে উত্তরপ্রদেশে পরিণত করছে। ঠিক যেমন উত্তরপ্রদেশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, তিন দিনের মধ্যে দিল্লিতেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। সম্ভবত এটিই প্রমাণ করে যে এখানে শিক্ষিতদের সরকার চলত। অরবিন্দ কেজরিওয়াল একজন ইঞ্জিনিয়ার, যিনি জানেন বিদ্যুৎ দপ্তর কীভাবে চালাতে হয়। অন্যদিকে এবার জাল ডিগ্রিধারী অশিক্ষিতদের সরকার আসছে।
আতিশীকে সাংবাদিকরা বলেন, তিনি দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার এখনও গঠিত হয়নি, তাহলে কীভাবে এই অভিযোগ আনছেন? এর উত্তরে আতিশী বলেন, ‘৮ তারিখেই, গণনার সময়, ওদের লোকেরা মন্ত্রীদের অফিস তালাবন্ধ করার নির্দেশ জারি করেছিল। ওরা বলেছিল, আর কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া উচিত নয়, কোনও কাগজপত্র বা ফাইল দেখতে দেওয়া উচিত নয়। ফলে এটা স্পষ্ট যে ৮ তারিখ থেকে বিজেপি নিজেই সরকার পরিচালনা করছে। এর ফলাফল দিল্লিতে আগামী দিনে দেখা যাবে। এখনই দিল্লির মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে যে বিজেপিকে ক্ষমতায় আনার ফলাফল কী হবে।
Advertisement



