দেশে জনবিস্ফোরণের জন্য দায়ী আমীর খানের মত মানুষ। জনসংখ্যায় সাম্য বজায় থাকছে এঁদের জন্য ঠিক এইভাবেই বলিউড তারকা আমীর খানকে লক্ষ্য করে সরব হলেন মধ্যপ্রদেশের মন্দসৌরের সাংসদ সুধীর গুপ্ত।
তার বক্তব্য-ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে পুরােটা দেখতে হবে। ধরা যাক আমীর খান, যাঁর প্রথম স্ত্রী রিনা খান। তাঁর দুই সন্তান রয়েছে। তারপরের স্ত্রী কিরণ রাও। তাঁরও এক সন্তান। এখন কিরণের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে আমীর খানের।
Advertisement
তিনি এখনাে তৃতীয় স্ত্রীর সন্ধানে রয়েছেন। এমন ঘটনায় ভারত কি বার্তা পাঠাচ্ছে বিশ্বজুড়ে? পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমীর খানের মত মানুষ জন্মনিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে না।
Advertisement
গত রবিবার ছিল আন্তজার্তিক জনসংখ্যা দিবস। আন্তজার্তিক জনসংখ্যা দিবস পালনে উত্তরপ্রদেশের যােগী সরকারের দুই সন্তান নীতির প্রশংসা করে আমীর খানকে জনবিস্ফোরণে দায়ী করেছেন এই বিজেপি সাংসদ।
Advertisement



