পাটনার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড

Written by SNS April 25, 2024 5:06 pm

পাটনা, ২৫ এপ্রিল: পাটনার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল ৬ জনের। গুরুতরভাবে জখম হয়েছেন আরও ৩১ জন। আজ বৃহস্পতিবার সকালে পাটনা জংশন রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জনবহুল এলাকার এই অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। ঘটনাস্থলে আনা হয় একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধার কাজ। দমকল বাহিনী দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করলেও ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়। তীব্র মাত্রার এই আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। প্রায় ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের পিছনে হোটেল কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে সূত্রের খবর। প্রথমত হোটেলটিতে অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না। কর্মীদের মধ্যেও বিশেষ সতর্কতা ছিল না। যার ফলে একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগতেই তা বিনা প্রতিরোধ্যে মুহূর্তের মধ্যে হোটেলটির সর্বত্র ছড়িয়ে পড়ে। ছয় জনের মৃত্যুর পাশাপাশি আগুনে দগ্ধ হন আরও ৩১ জন। আগুন লাগার প্রকৃত কারণ ক্ষতিয়ে দেখার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, পাটনা রেল স্টেশনের মতো জনবহুল এলাকায় কীভাবে এরকম একটি হোটেল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া ব্যবসা করার অনুমতি পেল? বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।