• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ১ ঘণ্টার মধ্যে ১৭ জনকে আক্রমণ করল একটি পথকুকুর

লখনউ, ১৭ আগস্ট –  উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক ঘণ্টার মধ্যে ১৭ জনের উপর হামলা চালাল একটি পথকুকুর। কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোরক্ষপুরের শাহপুর এলাকা জুড়ে । কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছে মহিলাও রয়েছেন, রয়েছে শিশুও । স্থানীয় সূত্রে খবর, ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিলেন আশিস যাদব নামে এক পড়ুয়া। বুধবার তখন রাত পৌনে ১০টা। শাহরপুরে

লখনউ, ১৭ আগস্ট –  উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক ঘণ্টার মধ্যে ১৭ জনের উপর হামলা চালাল একটি পথকুকুর। কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোরক্ষপুরের শাহপুর এলাকা জুড়ে । কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছে মহিলাও রয়েছেন, রয়েছে শিশুও । স্থানীয় সূত্রে খবর, ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিলেন আশিস যাদব নামে এক পড়ুয়া। বুধবার তখন রাত পৌনে ১০টা। শাহরপুরে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই পড়ুয়া। আচমকাই একটি কুকুর তাঁর দিকে তেড়ে আসে এবং তাঁর ওপর চড়াও হয়। কুকুরটিকে তিনি পা দিয়ে তাড়ানোর চেষ্টা করলে কুকুরটি তাঁর পায়ে দাঁত বসিয়ে দেয়। আশিস মাটিতে পড়ে গেলে তাঁর মুখেও কুকুরটি কামড়ে দেয় বলে দাবি পরিবারের। তাঁর মুখ, চোখ এবং ঠোঁট থেকে রক্ত ঝরতে থাকে।

 

আশিস নামে ওই পড়ুয়াকে আক্রমণের কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় আরও এক মহিলাকে আক্রমণ করে কুকুরটি। তাঁর হাঁটু, গোড়ালিতে কামড়ে দেয় ।মহিলার পায়ে বেশ কয়েকটি সেলাইও পড়ে। মহিলাকে কামড়ানোর পর আরও দুটি  শিশুকে কামড়ে দেয় কুকুরটি। তারা বাড়ির বাইরে খেলছিল। তখনই তাদের উপর আক্রমণ করে। খবর, এক ঘণ্টার মধ্যে ১৭ জনের উপর হামলা চালায় ওই পথকুকুর। এলাকায় একের পর এক জনকে কুকুর কামড়ানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুরসভায়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি কুকুরটিকে ধরার জন্য।

তবে পুরসভার কমিশনার দুর্গেশ মিশ্রের দাবি, কুকুরের এমন আক্রমণের ঘটনার কথা তিনি জানেন না। কোনও অভিযোগও জমা পড়েনি। তাঁর কথায়, “পথকুকুরদের নির্বীজকরণ এবং প্রতিষেধকের নিয়মিত ব্যবস্থা পুরসভার পক্ষ থেকে করা হয় ।”