• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পহেলগামে জঙ্গি হামলায় নিহত বাংলার এক গোয়েন্দা আধিকারিক

ঝালদার বাড়ি থেকে তাঁর মা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা কাশ্মীরে তাঁদের সঙ্গে মিলিত হওয়ার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু শেষ দেখা হল না। ডাল্টনগঞ্জে গিয়ে জানতে পারেন জঙ্গি হামলার ঘটনা।

বিতান অধিকারীর মতো কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বাংলার আরও এক বাসিন্দা। তিনি পেশায় আবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক। নিহত ওই আইবি কর্তার নাম মণীশ রঞ্জন। তিনি কর্মসূত্রে হায়দরাবাদে থাকলেও তাঁর বাড়ি পুরুলিয়ার ঝালদাতে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মনীশ সম্প্রতি হায়দরাবাদ থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে পহেলগামে ছুটি কাটাতে গিয়েছিলেন। এদিকে ঝালদার বাড়ি থেকে তাঁর মা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা কাশ্মীরে তাঁদের সঙ্গে মিলিত হওয়ার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু শেষ দেখা হল না। ডাল্টনগঞ্জে গিয়ে জানতে পারেন জঙ্গি হামলার ঘটনা। এরপর তাঁরা শোকাহত অবস্থায় বাড়ি ফিরে আসেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মণীশ রঞ্জনের বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা ঝালদা জুড়ে।

Advertisement

Advertisement