গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে লশকর-ই-তইবার একটি ছায়া সংগঠন। পরে অবশ্য একটি বিবৃতির মাধ্যমে টিআরএফ জানিয়েছিল, পহেলগাম হত্যাকান্ডের সঙ্গে তাঁদের কোনো যোগসূত্র নেই।
প্রসঙ্গত এই নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে ঘোর নিন্দাপ্রকাশ করেছিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এই নিন্দাপ্রস্তাবে যদিও টিআরএফের নামোল্লেখ করা হয়নি,মূলত চিন এবং পাকিস্তানের আপত্তির কারণে। এবার এই সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’ এবং ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আমেরিকার বিদেশ দপ্তর। বন্ধুদেশ আমেরিকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শংকর।
Advertisement
Advertisement
Advertisement



