• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

তামিলনাড়ুতে এসআইআর-এ বাদ ৯৭ লক্ষ নাম

গুজরাতে এসআইআর-এ বাদ ৭৩ লক্ষ নাম

এসআইআর প্রক্রিয়া শেষে শুক্রবার তামিলনাড়ুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই খসড়া তালিকায় বাদ গিয়েছে ৯৭ লক্ষেরও বেশি ভোটারের নাম। এই বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার কারণ হিসেবে মৃত্যু, একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকা এবং স্থান পরিবর্তনকে কারণ হিসেবে গণ্য করা হয়েছে। এদিকে এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে। শাসক দলের অভিযোগ, এটি বিজেপির ষড়যন্ত্র। 

 
তামিলনাড়ুতে ২০২৪ সালে লোকসভা ভোটের সময় ভোটার সংখ্যা ছিল ৬.২৩ কোটি। বাদ পড়েছে ৯৭ লক্ষ নাম। শতাংশের হিসেবে ১৫.৫৬ শতাংশ নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করলে, তামিলনাড়ুতে শতাংশের বিচারে দ্বিগুণ সংখ্যক নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে বাদ পড়েছে ৭.৫ শতাংশ নাম। পশ্চিমবঙ্গে এসআইআর-এর আগে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের। 
 
তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী, অন্যত্র চলে যাওয়ার কারণে ৬৬.৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, ২৬.৯ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, ৩.৯৮ লক্ষ ভোটারের নাম একাধিক স্থানে থাকার কারণে বাতিল হয়েছে। 
 
এদিকে এসআইআর-এর পর গুজরাতের খসড়া তালিকার ক্ষেত্রে বাদ পড়েছে ৭৩. ৭ লক্ষ ভোটারের নাম। শতাংশের বিচারে ১৪.৭৪ শতাংশ। এক্ষেত্রেও বাংলার তুলনায় শতাংশের হার প্রায় দ্বিগুণ। গত লোকসভা ভোটের সময়ে গুজরাতে ভোটারের সংখ্যা ছিল  ৪ কোটি  ৯৫ লক্ষ। তথ্যানুযায়ী ১৮ লক্ষের বেশি ভোটারের মৃত্যু হয়েছে, ৫১.৮৬ লক্ষ ভোটারকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রায় ৩.৮১ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত থাকার কারণে বাদ দেওয়া হয়েছে।  
 
নির্বাচন কমিশন জানিয়েছে, আপত্তি কিংবা দাবি জানানোর সময়সীমা চলবে  ২০২৫-এর ১৯ ডিসেম্বর ২০২৬-এর ১৮ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যেই প্রকৃত ভোটাররা নিজেদের নাম  তালিকাভুক্ত করার আবেদন জানাতে পারবেন।

Advertisement

Advertisement