আগামী সপ্তাহেই নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি। বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর আপাতত নতুন মুখ্যমন্ত্রীর খোঁজে ব্যস্ত গেরুয়া শিবির। সূত্র বলছে, নির্বাচনে জয়ী বিধায়কদের মধ্যে থেকে ৯ জনের নাম নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স-আমেরিকা সফর থেকে ফিরে আসার পর মুখ্যমন্ত্রীর নাম অনুমোদন করা হবে।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং অন্যান্য শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করবেন। এই বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে দল কাকে বেছে নেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসন পেয়েছে বিজেপি। সেই ৪৮ জন বিধায়কের মধ্যে ৯ জনের নাম বাছাই করা হয়েছে। এই ৯ বিধায়কের নাম থেকে মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং স্পিকারের নাম ঠিক করা হবে। এর পাশাপাশি ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বিধানসভা দলের বৈঠক হতে পারে।
Advertisement
৮ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। ১০ ফেব্রুয়ারি ফ্রান্স ও আমেরিকা সফরে রওনা হন প্রধানমন্ত্রী মোদী। মূলত সেই কারণে দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার দেশে ফেরেন। আর তারপর থেকেই তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লিতে সরকার গঠনের বিষয়ে যাবতীয় হোমওয়ার্ক সেরে ফেলেছে।
Advertisement
২৭ বছর পর রাজধানীতে মসনদে বসতে চলেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসন পেয়েছে তারা। অন্যদিকে মাত্র ২২টি আসনে জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে আম আদমি পার্টিকে। আপের একাধিক হেভিওয়েট নেতা এবার নির্বাচনে হেরেছেন। সেই তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনরা। যদিও মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা জয় ছিনিয়ে নিয়েছেন।
বিজেপি অবশ্য কোনও মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন দলের নেতৃত্ব কার হাতে রাজধানীর শাসনভার তুলে দেয়, সেতাই দেখার। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অনেকেই। প্রবেশ ভার্মার নাম এই তালিকায় সবার আগে রয়েছে বলে খবর। নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে একপ্রকার চমক দিয়েছেন প্রবেশ। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছে সতীশ উপাধ্যায়ও। তিনি বিজেপির রাজ্য সভাপতি এবং দিল্লি যুব মোর্চার সভাপতিও ছিলেন। এছাড়াও তালিকায় রয়েছেন আশিস সুদ, জিতেন্দ্র মহাজন এবং বিজেন্দ্র গুপ্তা।
Advertisement



