যুদ্ধের আবহে ডুবল  ৮ লক্ষ কোটি

Written by SNS April 19, 2024 5:56 pm

মুম্বই, ১৯ এপ্রিল– গত ৪ দিনে ভ্যানিশ ৮ লক্ষ কোটি৷ যুদ্ধের প্রভাবে শুক্রবারও বাজার খোলার সঙ্গে সঙ্গে ৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স৷ খারাপ অবস্থা নিফটিরও৷ যার ফলে এই পতন৷ বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েল ও ইরানের যুদ্ধ প্রভাবেই বাজারের এই পতন৷
সাম্প্রতিক সময়ে কার্যত রেকর্ড গড়ে ৭৫ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল সেনসেক্স৷ তবে শুধুমাত্র চলতি সপ্তাহে লাগাতার পতনের জেরে তা ৭২ হাজারে এসে ঠেকেছে৷ নিফটি ও ব্যাঙ্ক নিফটির অবস্থাও অত্যন্ত বেহাল৷ এদিন বাজার খোলার পর ৬০৮ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স গিয়ে পৌঁছয় ৭১,৮০০ তে৷ নিফটি ১৭৩ পয়েন্ট পড়ে পৌঁছয় ২১,৮২২-এ৷
বিশেষজ্ঞরা আবার সাবধানবানী দিয়ে জানাচ্ছেন এখন বাজারে নতুন না করাই শ্রেয়৷ কারণ এই বেহাল পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার মতো নয়৷ এদিকে ইরান ও ইজরায়েল, ভারতের দুই বন্ধু দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষজ্ঞদের অনুমান এর প্রভাব এসে পড়বে শেয়ার বাজারে৷ রিপোর্ট বলছে, আন্তর্জাতিক টানাপোড়েনের জেরে সবচেয়ে খারাপ অবস্থা ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, এল অ্যান্ড টি, উইপ্রোর মতো সংস্থাগুলি৷ বেশিরভাগ স্টকই নিচের দিকে নেমেছে৷ দালাল স্ট্রিটের এমন রক্তক্ষরণের দিনেও ২৩৪৮ টি স্টকের মধ্যে ৫৬২ টি স্টক ‘গ্রিন’ জোনে রয়েছে৷ অন্যদিকে, ১৭১৮ টি স্টক ‘রেড’ জোনে ট্রেড করছে৷