• facebook
  • twitter
Friday, 2 January, 2026

দিল্লিতে এবার সাধারণতন্ত্র দিবসে থাকছে ‘বন্দে মাতরম’ থিম

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের

ফাইল চিত্র

মীনাক্ষী ভট্টাচার্য

দিল্লি, ২ জানুয়ারি– আগামী ২৬শে জানুয়ারি, ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবস এবার উদযাপিত হবে ‘বন্দে মাতরম’ থিমে। সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের লেখা এই গানটির ১৫০ বছর পূর্তি এবং ‘আত্মনির্ভর ভারত’-এর উদ্যোগকে কেন্দ্র করেই এবারের সাধারণতন্ত্র দিবসের আয়োজন করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, এই উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের।

Advertisement

গণতন্ত্র দিবস উপলক্ষে দেশব্যাপী নানা প্রতিযোগিতা ও আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বিশেষভাবে নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে ‘আমার ভারত’ পোর্টালে ‘বন্দে মাতরম’ গান গেয়ে ভিডিও আপলোড করতে এবং ‘আত্মনির্ভর ভারত’ থিমে লেখা বা ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। সরকারি সূত্রে বলা হয়েছে, পুরো অনুষ্ঠান দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধার মর্মবাণীকে প্রতিফলিত করবে।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে রয়েছে উর্সুলা ভন ডার লেইন (ইউরোপীয় কমিশনের সভাপতি) ও অ্যান্টোনিও কোস্টা (ইউরোপীয় কাউন্সিলের সভাপতি), যাঁরা সাধারণতন্ত্র দিবসের কয়েকদিন আগে ভারতে পৌঁছে অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রক ‘বন্দে মাতরম’ থিমে বিশেষ টর্চ রিলে এবং ফ্লাইপাস্টের আয়োজন করেছে। মিসেস ভন ডার লেইন ও মিস্টার কোস্টা সম্ভবত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাধারণতন্ত্র দিবসের প্যারেড চলাকালীন একই মঞ্চে উপস্থিত থাকবেন।

সাধারণতন্ত্র দিবসের পরের দিন, ২৭ জানুয়ারি, রাষ্ট্রপতি ভবনে ‘এট হোম’ অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী মোদি ‘ইউ-ইন্ডিয়া সামিট’-এও যোগ দেবেন। সরকারি সূত্র জানা যাচ্ছে, এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে দীর্ঘদিন আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করা নিয়ে বৈঠক হতে পারে।

নিমন্ত্রণপত্রে ‘ভিআইপি’ বা ‘ভিভিআইপি’ শব্দগুলো বাদ দিয়ে কেবল ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ লোগো ছাপা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ও তাদের প্রচারাভিযানকে ‘মাই ভারত’ পোর্টালের সঙ্গে সংযুক্ত করবে, যা প্রায় দুই কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছবে।

প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনীর ব্যান্ড, বিভিন্ন স্কুল ও কলেজ ক্যাম্পাস এবং জাতীয় ক্যাডেট কোর (এনসিসি) ব্যান্ডের মাধ্যমে ‘বন্দে মাতরম’ থিমের অনুষ্ঠান পরিচালনা করা হবে। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী ‘ফ্লাইপাস্ট’ বা উড়ন্ত বিমানের প্রদর্শন এবার মাঝখানে আনা হতে পারে, যাতে দর্শকের মনোযোগ বাড়ানো যায়। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জাতীয় সঙ্গীত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর ভিত্তি করে একটি ২৫ মিনিটের চলচ্চিত্র তৈরি করতে বলা হয়েছে।

সরকারি সূত্র জানা যাচ্ছে, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে ২৪ অক্টোবরের বৈঠকে এই পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখনও স্পষ্ট নয়, ভবিষ্যতে ‘বন্দে মাতরম’ থিমের সঙ্গে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান পুনরায় ব্র্যান্ড করার বিষয়টি স্থায়ী হবে কি না।

এছাড়াও, বিদেশ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, বিশ্বের সকল ভারতীয় দূতাবাস এবং মিশনে জাতীয় সঙ্গীত ভিত্তিক সাংস্কৃতিক সন্ধ্যা ও ‘গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল’ আয়োজন করতে। রাষ্ট্রদূত ও মিশনের প্রধানদের স্থানীয় সংবাদপত্রে নিবন্ধ লেখা ও আলোচনা-চক্র আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement