• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

ছত্তীসগডে় নিহত ৭ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

রায়পুর, ৮ জুন– ফের মাও-পুলিশ সংঘর্ষ৷ তাতে পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত হয়েছে৷ ছত্তিশগডে়র দান্তেওয়াড়ায় শুক্রবার রাতে জেলা রিজার্ভ গ্রুপের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে৷ কোন্ডাগাঁও এবং দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমানা এলাকায় দুপক্ষের তুমুল গুলি বিনিময় হয়৷ মাওবাদীরা লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে বাহিনী ওই এলাকায় হামলা চালায়৷ আবুঝমাড় এলাকায় অতর্কিতে মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা

রায়পুর, ৮ জুন– ফের মাও-পুলিশ সংঘর্ষ৷ তাতে পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত হয়েছে৷ ছত্তিশগডে়র দান্তেওয়াড়ায় শুক্রবার রাতে জেলা রিজার্ভ গ্রুপের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে৷ কোন্ডাগাঁও এবং দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমানা এলাকায় দুপক্ষের তুমুল গুলি বিনিময় হয়৷ মাওবাদীরা লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে বাহিনী ওই এলাকায় হামলা চালায়৷ আবুঝমাড় এলাকায় অতর্কিতে মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনী তার জবাব দেয়৷
পুলিশ সুপার প্রভাত কুমার শনিবার বলেন, তল্লাশি অভিযান এখনও চলছে৷ তবে এদিন সকালে সাত মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে৷ একইসঙ্গে বিপুল পরিমাণে অত্যাধুনিক ও অন্যান্য অস্ত্রশস্ত্র তল্লাশিতে মিলেছে৷
নারায়ণপুর ডিআরজি-র তিন জওয়ান মাওবাদীদের গুলিতে জখম হয়েছেন৷ তাঁদের পূর্ব বস্তারের গোবেল এলাকা থেকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে নিয়ে আসা হয়৷ পুলিশ সূত্র জানিয়েছে, নারায়ণপুর, কোন্ডাগাঁও, দান্তেওয়াড়া এবং জগদলপুরের ডিআরজি এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ৪৫ ব্যাটালিয়ন যৌথ অভিযান চালায়৷
উল্লেখ্য, এর আগে ২ মে নারায়ণপুর জেলার দুরমি গ্রামে একটি মোবাইল টাওয়ারে আগুন ধরিয়ে দেয়৷ গত ২৫ মে বিজাপুরের এক জঙ্গলে ২ মাওবাদী সংঘর্ষে মারা যায়৷