• facebook
  • twitter
Friday, 13 September, 2024

কোচিতে জাহাজের ট্যাঙ্ক অগ্নিকান্ড, ঝলসে মৃত ৫

কোচি- কোচিন শিপইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি জাহাজে আগুণ লেগে মর্মান্তিক মৃত্যু হল পাঁচহনের। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনায় পড়া জাহাজটির নাম সাগর ভূষণ। সমুদ্র থেকে ড্রিল করে তেল তোলার কাজে ব্যবুহার করা হয় এই জাহাজটিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জাহাজের জলের ট্যাঙ্কে বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড ঘটে। এদিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সেসময় জাহাজের ভিতরে

কোচিতে জাহাজের ট্যাঙ্ক অগ্নিকান্ড, ঝলসে মৃত ৫

কোচি- কোচিন শিপইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি জাহাজে আগুণ লেগে মর্মান্তিক মৃত্যু হল পাঁচহনের। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনায় পড়া জাহাজটির নাম সাগর ভূষণ।

সমুদ্র থেকে ড্রিল করে তেল তোলার কাজে ব্যবুহার করা হয় এই জাহাজটিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জাহাজের জলের ট্যাঙ্কে বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড ঘটে। এদিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে।

সেসময় জাহাজের ভিতরে থাকা কর্মীরা প্রাতঃরাশে যাবেন বলে তৈরি হচ্ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় জাহাজ ও সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি।

তিনি সিএসএলের ম্যানাজিং ডিরেক্টরের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। কোচিন শিপইয়ার্ডের তরফে জানানো হয়েছে আগুণ লাগার সময় জাহাজটিতে ১১জন কর্মী ছিলেন।

ছ’জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজনকে বাঁচানো যায়নি। অগ্নিদগ্ধ হয়েই মারা যান তারা। মৃতদের মধ্যে দুজনের নাম এখনও পর্যন্ত জানা গিয়েছে। একজন গাবিন ও দ্বিতীয়জন রামশাদ। বাকিদের নাম জানা যায়নি। সারাই করার জন্য ওএনজিসির জাহাজ সাগর ভূষণ কোচিন শিপ ইয়ার্ডে ছিল।