• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত একই পরিবারের ৫

ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা বিহারের মুজফফরপুরে। এখানকার এক বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের।

ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা বিহারের মুজফফরপুরে। এখানকার এক বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের। আহত হয়েছেন আরও পাঁচ জন। গোটা ঘটনাটিকে কেন্দ্র শোকের ছায়া নেমে আসে এলাকায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মতিপুর এলাকায় একটি বাড়ির তিন তলায় হঠাৎ আগুন লেগে যায়। সেই সময় ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তাই আগুনের বিষয়টি তাঁরা টেরই পান নি। বেশ কিছুক্ষন পর যখন আগুন দেখে চিৎকার শুরু করেন ততক্ষনে  ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে বাড়িটির তিল তলা।

Advertisement

তাঁদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। আগুন কিছুক্ষনের মধ্যেই বিধ্বংসী আকার নেয়। আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, বাড়ির তিন তোলার পাঁচ সদস্য বাইরে বেরিয়ে আসতে পারেন নি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।

Advertisement

নিচুতলার পাঁচ সদস্য কোনোভাবে বেরিয়ে আসেন। তাঁরা সকলেই সামান্য অগ্নিগদ্ধ হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহত পাঁচ জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তের পর দমলল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনা প্রসঙ্গে, ডিএসপি সুচিত্রা কুমারী বলেন, “বাড়িটির তিন তলায় আগুন লাগে। সেই সময় ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement