• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

গরু পাচারকারীদের হামলায় জখম ৫ বিএসএফ

ত্রিপুরার সেপাহিজালা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার নজরদারি চালাচ্ছিল বিএসএফের ৫ জওয়ান। সেই সময় এই হামলা হয় বলে খবর।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গরু পাচারকারীদের হামলার শিকার সীমান্তরক্ষী বাহিনী। ত্রিপুরার সেপাহিজালা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার নজরদারি চালাচ্ছিল বিএসএফের ৫ জওয়ান। সেই সময় এই হামলা হয় বলে খবর। হামলার খবর পুলিশ প্রকাশ্যে আনে শনিবার। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি গরুবোঝাই গাড়ি যাচ্ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিশালগড়-কামথানা রোডের উপর দিয়ে। বিএসএফ জওয়ানরা সেই গাড়ি থামানোর চেষ্টা করে করেন। সেই সময় গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে সেটি পাশের এক হাটের দিকে চলে যায়। বিএসএফ কর্মীরা গাড়িটির পিছু নেয়। তখন গরু পাচারকারীদের সঙ্গে জওয়ানদের কথা কাটাকাটি হয়। এরপরই বিএসএফ জওয়ানদের উপর চড়াও হয় পাচারকারীরা। ঘটনার জেরে জখম ৫ জওয়ান।

Advertisement

গরু পাচারকারীরা বিএসএফের গাড়িতে ভাঙচুর চালায়। বিএসএফের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে পুলিশ ধরেনি, তবে দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিএসএফ জওয়ান সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন। যেখানে তিনি বলছেন, যখন পাচারকারীরা হামলা চালায় সেই সময় প্রত্যক্ষদর্শীরা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

Advertisement

Advertisement