কানপুরের ঘটনায় সাসপেন্ড ৪ পুলিশকর্মী 

কানপুরে রাষ্ট্রপতির কনভয়ের জন্য সৃষ্ট যানজটে আটকে রােগীমৃত্যুর ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল উত্তর প্রদেশ পুলিশ প্রশাসন।

Written by SNS Lucknow | June 28, 2021 4:53 pm

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Photo: Twitter | @sbajpai2811)

কানপুরে রাষ্ট্রপতির কনভয়ের জন্য সৃষ্ট যানজটে আটকে রােগীমৃত্যুর ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল উত্তর প্রদেশ পুলিশ প্রশাসন। 

এই ঘটনায় ওই সময় ডিউটিতে থাকা চারজনকে সাসপেন্ড করা হল। এর মধ্যে রয়েছেন একজন সাব ইন্সপেক্টর এবং তিনজন হেড কনস্টেবল। 

শুধু তাই নয় অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রিপাের্ট জমা দিতে বলা হয়েছে। 

প্রসঙ্গত শুক্রবার রাতে ট্রেনে চেপে উত্তরপ্রদেশে পৌঁছেছেন রাষ্ট্রপতি। সেখানে তিন দিনের সফর তার। 

স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির নিরাপত্তার দিকে নজর রাখতে গিয়ে কানপুরের একাকি রাস্তা বন্ধ রাখা হয়েছিল। ফলে বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সেই জটেই আটকে পড়ে অসুস্থ প্রৌঢ়ার গাড়ি। 

পরিবারের সদস্যরা বলছেন, একচুল গাড়ি নড়ার জায়গা ছিল না। রাষ্ট্রপতির কনভয় চলে যেতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর অসুস্থ বন্দনাদেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘােষণা করেন।