গত ২২ এপ্রিল থেকে ঝাড়খন্ডে সােরেন সরকার পাঁচ দফায়। লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলাে। গত বুধবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রাজ্য বিপর্যয় মােকাবিলা দপ্তরের সাথে বৈঠক করে ঘােষণা করেন যে-১২ জুন বিকেল ৫ টা থেকে ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত টানা ৩৮ ঘন্টার লকডাউন চলবে’।
মারণ ভাইরাস করােনার বাড়বাড়ন্ত রুখতে এই লকডাউন বলে জানা গেছে। ঝাড়খন্ডে ৩৪২১১৭৯ জন করােনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০৭৩ জন।
Advertisement
এই ৩৮ ঘন্টার লকডাউনে অত্যাবশ্যক পরিষেবা ছাড়া সমস্ত বন্ধ থাকছে। ফল, শাকসবজি, মুদির দোকান, মিষ্টির দোকান বন্ধ থাকছে। ঔষধপত্র সহ চিকিৎসার জন্য সমস্ত কিছু খােলা থাকবে।
Advertisement
Advertisement



