একসঙ্গে তিনশো কর্মীর গণছুটিতে বিপর্যস্ত ইন্ডিয়া, বাতিল ৮৬টিরও বেশি উড়ান

Written by SNS May 8, 2024 7:09 pm

দিল্লি, ৮ মে– টাটা গোষ্ঠীর সংস্থাটিতে নতুন যে চাকরির শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে বিপদগ্রস্ত এয়ার ইন্ডিয়ার গ্রাহকরা৷ একদিকে হঠাৎ করেই তিনশো কর্মী অসুস্থ জানিয়ে ছুটি নিয়ে ফেলেন৷ জানা গিয়েছে, ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানান, তাঁরা অসুস্থ হয়ে পডে়ছেন৷ সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাঁদের মোবাইল ফোনও৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট চেষ্টা করছেন সেই কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে৷
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৮৬টিরও বেশি আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল! কারণটা নেহাতই অদ্ভুত৷ কেননা একসঙ্গে অসুস্থতার কারণে আচমকাই ছুটি নিয়েছেন সংস্থার বহু কর্মী৷ স্রেফ সেই কারণেই পরিষেবায় এমন বিঘ্ন৷ যাকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে৷ জানা যাচ্ছে, সব মিলিয়ে ৮৬টি উড়ান বাতিল করতে হয়েছে৷ একসঙ্গে এত কর্মী আচমকাই ছুটি নেওয়ায় প্রভাব পডে়ছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায়৷ এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, শেষ মুহূর্তে এভাবে এতজন কর্মী অনুপস্থিত হয়ে পড়ায় আর পরিস্থিতি সামলানো যায়নি৷ কিন্ত্ত অতিথিরা এর পরও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন৷ এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হওয়ার খবর জানিয়ে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করছেন যাত্রীরা৷ অনেকেরই অভিযোগ, বিমানবন্দরে এসে তাঁরা বিমান বাতিলের খবর পেয়েছেন৷ কেন তাঁদের আগে থেকে জানানো হল না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন৷ অনেকেই নিজেদের টিকিটের টাকা পুরো ফেরত চেয়েছেন৷ কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অন্য বিমানের টিকিটের বন্দোবস্ত করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে৷

উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কেবিন ক্রুদের একটি অংশের প্রতিনিধিত্বকারী এক ইউনিয়ন অভিযোগ করে, বিমান সংস্থাটিতে চূড়ান্ত অব্যবস্থাপনা রয়েছে৷ এবং কর্মীদের সঙ্গে আচরণেও সমতার অভাব রয়েছে৷ ফলে কর্মীদের মনোবল প্রভাবিত হয়েছে৷ বিতর্ক যে কতদূর এগিয়েছে তা এদিনের ঘটনা থেকেই পরিষ্কার, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷