ঝাড়খণ্ডের কুমার স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ট্রেনে কোনও আগুন লাগেনি। কোথা থেকে কী ভাবে গুজব রটল, তা স্পষ্ট নয়। গুজবের কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । দুর্ঘটনার হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন কয়েক জন।
লাতেহারের ডেপুটি কমিশনার গরিমা সিংহ পিটিআইকে জানান , এলাকায় তল্লাশি অভিযান চলছে। যাঁরা ঝাঁপ দিয়েছিলেন, তাঁদের কেউ কেউ মালগাড়ির ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। কয়েক জন মালগাড়ির চাকার তলায় চলে যান। তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় গুরুতর জখম এক শিশু-সহ আরও কয়েকজন যাত্রী। রেলের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
Advertisement
Advertisement
Advertisement



