• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রেনে আগুন লাগার গুজবে প্রাণ বাঁচাতে বাইরে ঝাঁপ, মৃত্যু ৩ জনের 

১৫ জুন – ট্রেনে আগুন লেগেছে  শুনে প্রাণ বাঁচাতে বাইরে ঝাঁপ । ঝাড়খণ্ডের  ঘটনায়  মৃত্যু   তিন জনের। উল্টো দিক থেকে আসা মালগাড়িতে কাটা পড়েছেন তিন যাত্রী।  কয়েক জন জখম হয়েছেন বলে খবর। সংবাদ সংস্থা পিটিআইসূত্রে খবর , শুক্রবার রাত ৮টা, সাসারাম-রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস ছুটছিল নিজের গতিতে। যাত্রীরা কেউ অলস ভঙ্গিতে বসে গল্প করছিলেন, কেউ বা শুয়ে পড়ার

১৫ জুন – ট্রেনে আগুন লেগেছে  শুনে প্রাণ বাঁচাতে বাইরে ঝাঁপ । ঝাড়খণ্ডের  ঘটনায়  মৃত্যু   তিন জনের। উল্টো দিক থেকে আসা মালগাড়িতে কাটা পড়েছেন তিন যাত্রী।  কয়েক জন জখম হয়েছেন বলে খবর। সংবাদ সংস্থা পিটিআইসূত্রে খবর , শুক্রবার রাত ৮টা, সাসারাম-রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস ছুটছিল নিজের গতিতে। যাত্রীরা কেউ অলস ভঙ্গিতে বসে গল্প করছিলেন, কেউ বা শুয়ে পড়ার তোড়জোড় করছিলেন। আচমকা গুজব রটে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে। মুহূর্তে ট্রেনে হুড়োহুড়ি পড়ে যায় । প্রাণ বাঁচাতে কয়েক জন যাত্রী চলন্ত ট্রেন থেকেই বাইরে ঝাঁপ দেন। সেই সময় উল্টো দিক থেকে  আসছিল  একটি মালগাড়ি । এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। 

ঝাড়খণ্ডের কুমার স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ট্রেনে কোনও আগুন লাগেনি। কোথা থেকে কী ভাবে গুজব রটল, তা স্পষ্ট নয়।  গুজবের কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । দুর্ঘটনার হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন কয়েক জন।

লাতেহারের ডেপুটি কমিশনার গরিমা সিংহ পিটিআইকে জানান , এলাকায় তল্লাশি অভিযান চলছে। যাঁরা ঝাঁপ দিয়েছিলেন, তাঁদের কেউ কেউ মালগাড়ির ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। কয়েক জন মালগাড়ির চাকার তলায় চলে যান। তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।  ঘটনায় গুরুতর জখম এক শিশু-সহ আরও কয়েকজন যাত্রী। রেলের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement

Advertisement

Advertisement