শীর্ষ আদালতের এই নির্দেশের পরে তিন অভিযুক্ত গোবিন্দভাই নাই, রমেশ রূপাভাই চন্দনা এবং মিতেশ চিমনলাল ভাট আত্মসমর্পণের সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। আবেদন শুনতে বৃহস্পতিবার রাজি হল শীর্ষ আদালত। এ ব্যাপারে শুক্রবার অর্থাৎ ১৯ জানুয়ারি শুনানির সম্ভাবনা।
গোবিন্দভাই নাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আর্জি জানান যে, তাঁকে আত্মসমর্পণ করতে চার সপ্তাহ সময় দেওয়া হোক। যুক্তি হিসাবে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা জানান । জানান তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে, আরও একটি হওয়ার কথা। তা ছাড়া গোবিন্দভাই দাবি করেন যে, তাঁর বাবা শয্যাশায়ী হওয়ায় বাড়ির সব কাজ করতে হয় তাঁকে। রমেশ রূপাভাই চন্দনা জেলে ফেরত যাওয়ার জন্য আরও ছ’সপ্তাহ সময় চান। এ ক্ষেত্রে তাঁর যুক্তি, ছেলের বিয়ে। বিয়ের কাজে ব্যস্ত থাকায় তিনি এখনই আত্মসমর্পণ করতে পারছেন না । রমেশের মতোই আর এক দোষী মিতেশ চিমনলাল আত্মসমর্পণ করার সময়সীমা ছ’সপ্তাহের জন্য বাড়িয়ে দেওয়ার আর্জি জানান। তাঁর আবার যুক্তি, শীতের ফসল কাটার কাজে ব্যস্ত তিনি। সেই কাজ মিটলে জেলে ফেরত যেতে চান ।
Advertisement
Advertisement
Advertisement



