প্রমোদ সাওয়ান্তের পক্ষে ২০ বিধায়ক

প্রমোদ সাওয়ান্তের পক্ষে ২০ বিধায়ক

Written by SNS March 21, 2019 4:59 am

প্রমোদ সাওয়ান্ত ( ছবি IANS)

দিল্লি, ২০ মার্চ- গোয়া বিধান সভায় শক্তি পরীক্ষায় উত্তীর্ণ বিজেপি। আস্থাভোট সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করলেন নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ৩৬ আসনের বিধানসভায় বিজেপির পক্ষে গিয়েছে ২০টি ভোট। আস্থা ভোটের আগে কোনোরকম ঝুঁকি না নিতে , শাসক জোটের বিধায়কদের একটি পাঁচতারা হোটেলে এনে রাখা হয়েছিল । বুধবার বেলা ১১ঃ৩০ নাগাদ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন রাজ্যপাল মৃদুলা সিনহা। সেখানে বিজেপির পক্ষে ভোট দিলেন ২০জন বিধায়ক। বিজেপির ১১জন , শরিক গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির থেকে ৩জন করে বিধায়ক এবং ৩ নির্দল বিধায়ক প্রমোদ সাওয়ান্তের পক্ষে ভোট দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের- সহ ১৫ বিধায়কের ভোট। আস্থা ভোটের আগেও সাওয়ান্ত বলেছিলেন , তিনি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।

দুজন বিধায়কের প্রয়াণ এবং কংগ্রেস বিধায়ক ইস্তফা দেওয়ায় ৪০ আসনের গোয়া বিধানসভার আসন সংখ্যা কমে ৩৬ হয়েছে। পারিক্করের প্রয়াণের পর একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে দল গড়তে চেয়েছিল কংগ্রেসও।