• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১০০ কোটি টিকাকরণ মোদিকে শুভেচ্ছা ‘হু’-র

১০০ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে ভারতে।এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রধান ট্রেন্ডস আধানম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

বৃহস্পতিবার ১০০ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে ভারতে। এই কৃতিত্বের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রধান ট্রেন্ডস আধানম।

বৃহস্পতিবার ট্যুইট করে ট্রেন্ডস বলেন,‘টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ এবং এত বিশাল জনসংখ্যাকে অতিমারির হাত থেকে রক্ষা করার প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী এবং ভারতের জনগণকে শুভেচ্ছা।’

Advertisement

বৃহস্পতিবার সকালে ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হতেই প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘ভারতইতিহাস রচনা করল। দেশের বিজ্ঞানের জয় দেখলাম আমরা। ১৩০ কোটি দেশবাসীর একতার সাক্ষী থাকলাম।

Advertisement

১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হল দেশে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এই বিশাল কর্মযজ্ঞে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’ তার জবাবেই ট্যুইট করেন হু-এর প্রধান।

Advertisement