দিল্লিতে ১০-১২ ক্লাস শুরু হচ্ছে ১৮ জানুয়ারি 

১৮ জানুয়ারি থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়ার অনুমতি দিল কেজরিওয়ালের সরকার।

Written by SNS New Delhi | January 14, 2021 1:30 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

১৮ জানুয়ারি থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়ার অনুমতি দিল কেজরিওয়ালের সরকার। তবে স্কুল খুলে দেওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও জানান হয়েছে স্কুলে হাজিরার ব্যাপারটি সম্পূর্ণ ঐচ্ছিক হিসাবে রাখা হচ্ছে। এক্ষেত্রে যদি অভিভাবকরা চান তবেই স্কুলে আসতে পারবে ছাত্রছাত্রীরা। 

দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসােদিয়া বলেন, ‘স্কুলে আসার জন্য পড়ুয়াদের জোর করা হবে না। প্র্যাক্টিকাল, প্রজেক্ট এবং কাউন্সেলিংয়ের জন্য স্কুলগুলিকে খােলার অনুমতি দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বাের্ড পূর্ববর্তী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটা গাইডলাইন তৈরি করবেন স্কুলের প্রধানশিক্ষক।’

দিল্লির ডাইরেক্টরেট অব এডুকেশনের তরফে জানান হয়েছে, সিলেবাসের বেশির ভাগটাই পড়ানাে হয়ে গিয়েছে। তারপরেও ছাত্রছাত্রীরা যদি কোনও বিষয় বুঝতে না পারে সেটা তারা শিক্ষকদের কাছ থেকে বুঝে নিতে পারবে। আর সেই কারণেই স্কুল খােলার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিটি স্কুলকেই কোভিড বিধি মেনে ক্লাস করানাের নির্দেশ দেওয়া হয়েছে।