সুপৌল, ২২ মার্চ – বিহারের কোশী উপর তৈরী হচ্ছিল দেশের দীর্ঘতম সেতু। সেই নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। বিহারের সুপৌল জেলার ওই সেতু শুক্রবার সকালে আচমকাই ভেঙে পড়ে। সেই সময় সেতু তৈরির কাজ করছিলেন শ্রমিকেরা। পশ্চিমবঙ্গের বহু শ্রমিকও এই সেতুর নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। সেতুর নিচে এখনও বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ চলছে । এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।