• facebook
  • twitter
Monday, 15 December, 2025

গরিবদের বস্ত্র সরবরাহে মধ্যমগ্রামে ‘শৈশব ফাউন্ডেশন’-এর পোশাক বিপণী

উদ্বোধন অভিনেত্রী দিতিপ্রিয়া

নিজস্ব চিত্র

কর্পোরেট সেক্টরে একটি সফল কর্মজীবন গড়ে তোলা অম্বরীশ সাহা হলেন একজন সামাজিক উদ্যোক্তা। যিনি শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি পরিচিত। যেটি ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং মণিপুরে সুবিধা বঞ্চিত শিশু, মহিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে।

‘শৈশব’ প্রতিষ্ঠার আগে, অম্বরীশ কর্পোরেট সেক্টরে একটি সফল কর্মজীবন গড়ে তোলেন। ২০১৭ সালে কলকাতায় তাঁর অভিজ্ঞতা সামাজিক চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দেয়। পশ্চিমবঙ্গে মানুষের গুরুতর দারিদ্র্য এবং মানুষের দুর্দশা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এটি তাঁর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে এবং সামাজিক চ্যালেঞ্জগুলিকে আরও প্রত্যক্ষ এবং প্রভাবশালী উপায়ে মোকাবেলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করে।

Advertisement

‘শৈশব’-এর সঙ্গে অম্বরীশের লক্ষ্য হল সমাজে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায়, বিশেষ করে শিশু এবং মহিলাদের উন্নয়ন করা। তাঁর ফাউন্ডেশন বর্তমানে ৪০ টিরও বেশি শিশুকে সহায়তা করে। পশ্চিমবঙ্গ এবং মণিপুরের বিভিন্ন অঞ্চলে প্রধানত মহিলাদের জন্য ৭০টিরও বেশি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘শৈশব’ এই মুহূর্তে পাঁচটি ইউনিট পরিচালনা করে। যার মধ্যে চারটি পশ্চিমবঙ্গের নাকতলা, মধ্যমগ্রাম, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন এবং একটি মণিপুরের চুরাচাঁদপুরে।

Advertisement

সম্প্রতি তাঁর উদ্যোগ, গরিব শিশুদের জন্য স্বল্পমূল্যের পোশাক খুচরা ও পাইকারি দরে বাজারজাত করা। যাতে তাঁর ফাউন্ডেশনের অর্থনৈতিক ভিতও দৃঢ় হয়। সেই উদ্দেশ্য নিয়েই তিনি সম্প্রতি মধ্যমগ্রামে একটি বিপণী চালু করেছেন। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের উঠতি তারকা দিতিপ্রিয়া সহ সংস্থার উদ্যোক্তা ও গরিব শিশুরাও।

Advertisement