• facebook
  • twitter
Saturday, 2 August, 2025

শিলিগুড়ি-সিকিম সড়ক সংস্কার শুরু

বর্ষার আগেই জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু করল ন্যাশনাল হাইওয়ে’জ অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

গত বছর বর্ষার সময় ১০ নম্বর জাতীয় সড়কে বারবার ধস নামে। সেই কারণে মাঝেমধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল যানচলাচল। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ষার আগেই ১০ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হল। এর জেরে সাময়িক ভাবে যানচলাচলে সমস্যা হলেও, আগামীতে সুবিধা মিলবে। শুক্রবার মেরামতের কাজ শুরু হয়েছে। শনিবারও কাজ চলবে। সংস্কারের কারণে আপাতত বড় গাড়ি ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। এক ঘণ্টা পরপর ছাড়ছে ছোট গাড়ি। এর ফলে জাতীয় সড়কে গাড়ির লাইন পড়ে গিয়েছে।

বাংলা-সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের অন্যতম বড় সমস্যা ধস। প্রতি বছরই ধসের জেরে যানচলাচল ব্যাহত হয় এই রাস্তায়। এবার বর্ষার আগেই জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু করল ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সেই কারণে বড় গাড়ি ও পণ্যবাহী গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পর্যটক, নিত্যযাত্রী বোঝাই ছোটো গাড়ি ও বাস এক ঘণ্টা পরপর চলছে। বিকল্প রাস্তাগুলি অবশ্য চালু রয়েছে। শিলিগুড়ি পর সেবক হয়ে গরুবাথানের পথ ধরে লাভা, আলগাড়া, ২১ মাইল হয়ে কালিম্পংয়ে যাতায়াত করা যাচ্ছে। একই সঙ্গে ২১ মাইল, ১৭ মাইল, রংপো হয়ে সিকিম যাওয়ার পথ খোলা রয়েছে।

News Hub