হলং-এর পর সিংটাম। ফের অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাহাড়ের আরেকটি বাংলো। রবিবার রাতে দার্জিলিং লাগোয়া সিংটামের বাংলোটিতে আচমকা আগুন লেগে যায়। এর ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০৪ বছরের পুরনো বাংলোটি। কীভাবে বাংলোটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে অগ্নিকাণ্ডের সময় কোনও পর্যটক ছিলেন না।
দার্জিলিং শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি জনপদ সিংটাম। ১৯০২ সালে ইংরেজরা বাংলোটিতে তৈরি করে। শতাব্দীপ্রাচীন সেই বাংলোটিতেই রবিবার রাতে আগুন লেগে যায়। দমকলে খবর দেওয়া হলেও দুর্গম রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয় দমকলকর্মীদের। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালালেও লাভ হয়নি। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় বাংলোটি।
বর্তমানে সিংটাম চা বাগান বন্ধ রয়েছে। তাই এটি যাত্রীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কীভাবে দুর্গম এলাকায় থাকা বাংলাটিতে মাঝরাতে আগুন লাগল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছর জুন জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলোতে বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বাংলো। অগ্নিকাণ্ডের সময় বাংলোতে কোনও পর্যটক ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি।