কালীঘাটে ‘মানতপুরী’, সাড়ে পাঁচ হাজার বাল্বের ব্যবহার মুখ্যমন্ত্রীর পাড়ার পুজোয়
তাৎপর্যপূর্ণ হল, নানা মাপের বিশেষ ধরনের সাড়ে ছয় হাজার বাঁশ সেই বালুরঘাট থেকে নিয়ে আসা হয়েছে। নদিয়া, বর্ধমান, দুই মেদিনীপুর থেকে পুজোর নানা উপকরণ সংগ্রহ করে ৬৫ ফুট উঁচু এই বর্ণময় মণ্ডপ তৈরী করেছেন।