• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ওটিতে ঘুম স্বাস্থ্যকর্মীর, রক্তক্ষরণে যুবকের মৃত্যুর অভিযোগ কাঁথিতে

নিহতের প্রতিবেশীরা জানান, ছুরির আঘাত লেগেছিল আসগর মল্লিক নামে এক যুবকের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে সরগরম রয়েছে রাজ্য। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। অভিযোগ, রাতে অপারেশন থিয়েটারের দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলেন ওই স্বাস্থ্যকর্মী। আর এর জেরেই বাইরে পড়ে থেকে মৃত্যু হয়েছে এক রোগীর। সূত্রের খবর, সংশ্লিষ্ট ডাক্তার উপস্থিত থাকলেও শুধুমাত্র অপারেশন না করতে পারায় ওই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সুপার বলেন, আমার কাছে এই রকম কোনও অভিযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

নিহতের প্রতিবেশীরা জানান, ছুরির আঘাত লেগেছিল আসগর মল্লিক নামে এক যুবকের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত অপারেশনের প্রয়োজন ছিল। কিন্তু অপারেশন থিয়েটারের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমোচ্ছিলেন ওই স্বাস্থ্যকর্মী। রোগীকে বাইরে রেখে ডাকাডাকি শুরু করেন তাঁর প্রতিবেশীরা। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও সাড়া পাওয়া যায়নি স্বাস্থ্যকর্মীর। অনেক চেঁচামিচির পরও ঘুম ভাঙেনি ওয়ার্ড ইউনিটের স্বাস্থ্য কর্মীর। ডাক্তার উপস্থিত থাকলেও অপারেশন করা যায়নি।

Advertisement

প্রায় ৩০ মিনিট ডাকাডাকির পর ঘুম ভাঙে ওই স্বাস্থ্যকর্মীর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রায় আধঘণ্টা করিডোরে পড়ে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই যুবক। আসগরের স্বজন ও পড়শিদের বক্তব্য, ঠিকসময়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত ওই যুবককে। দু’দিন আগেও কাঁথি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। ভুল ইঞ্জেকশনে এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাসপাতালে।

Advertisement

Advertisement