• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

ভারত-বাংলাদেশ সীমান্তে জাল আধার কার্ড তৈরি, ধৃত ৩

মঙ্গলবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে কাতলামারি গ্রামের একটি বাড়িতে জাল আধারকার্ড তৈরি হচ্ছে। সেই বাড়িতে হানা দেয় পুলিশ।

ফাইল ছবি

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় জাল আধার কার্ড তৈরির একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। অবশেষে এই চক্রের তিন মাথাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। সেই সঙ্গে রানিনগর থানা এলাকার বাসিন্দা ধৃত আবু সুফিয়ান, রফিকুল ইসলাম এবং মহম্মদ জামাল উদ্দিন সেখের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড তৈরির রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি একাধিক সরঞ্জাম। বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক ধৃত তিনজনকে পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন করেন। বিচারক ধৃতদের জামিনের আবেদন নাকচ করে তাদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, ইতিমধ্যে কোন কোন এলাকার কত জনের জন্য ধৃতরা জাল আধার কার্ড তৈরি করেছিল ইত্যাদি বিষয়। যাদের আধার কার্ড এরা তৈরি করে দিয়েছিল, তাদের চিহ্নিত করে সেই সমস্ত কার্ড উদ্ধার করে তা বাতিল করা হবে বলেও পুলিশী সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে কাতলামারি গ্রামের একটি বাড়িতে জাল আধারকার্ড তৈরি হচ্ছে। সেই বাড়িতে হানা দেয় পুলিশ। জাল আধার কার্ড তৈরির অভিযোগে পুলিশ হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে সেই বাড়ি থেকে উদ্ধার হয় জাল আধার কার্ড তৈরির সমস্ত সরঞ্জাম। এদিন ডোমকলের এস ডি পি ও শুভম বাজাজ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘গতকাল আমরা গোপন সূত্রে খবর পাই রানিনগর থানার কাতলামারি ২ গ্রামপঞ্চায়েতের কদমতলা গ্রামের একটি বাড়িতে জাল আধারকার্ড তৈরি হচ্ছে। খবর পেয়েই পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। সেই বাড়িতে আমরা তিনজনকে দেখতে পাই। তাদের বাড়ি রানিনগর থানা এলাকায়। ধৃতরা রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি একাধিক সরঞ্জাম নিয়ে জাল আধার কার্ড তৈরি করছিল। সেই সঙ্গে ওরা আধার কার্ড আপ গ্রেডের কাজও করছিল। ওই তিনজনকে আমরা আটক করি।

News Hub