• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

ঠোঁটের অসুখে সাজতে মানা

মুখমণ্ডলের শ্রীবৃদ্ধিতে ঠোঁটের রয়েছে বিশেষ গুরুত্ব৷ কবি-সাহিত্যিকদের রচিত অনেক কবিতা, সংলাপ, উক্তিতে ওষ্ঠ শব্দটি গুরুত্বসহকারে ব্যবহূত হয়েছে৷ সেদিক থেকে সাহিত্যের মর্যাদাপূর্ণ উপাদান হলো এই ঠোঁট বা ওষ্ঠ৷ এর সৌন্দর্য ধরে না রাখলে সবকিছুই শ্রীহীন৷ তাই ঠোঁটের যত্ন নেওয়া অপরিহার্য— ঠোঁট ফাটা : ঠোঁটের ওপরের যে আবরণ তা কিন্ত্ত বেশ পাতলা এবং সংবেদনশীল৷ তাই সহজেই আবহাওয়ার

মুখমণ্ডলের শ্রীবৃদ্ধিতে ঠোঁটের রয়েছে বিশেষ গুরুত্ব৷ কবি-সাহিত্যিকদের রচিত অনেক কবিতা, সংলাপ, উক্তিতে ওষ্ঠ শব্দটি গুরুত্বসহকারে ব্যবহূত হয়েছে৷ সেদিক থেকে সাহিত্যের মর্যাদাপূর্ণ উপাদান হলো এই ঠোঁট বা ওষ্ঠ৷ এর সৌন্দর্য ধরে না রাখলে সবকিছুই শ্রীহীন৷ তাই ঠোঁটের যত্ন নেওয়া অপরিহার্য—
ঠোঁট ফাটা : ঠোঁটের ওপরের যে আবরণ তা কিন্ত্ত বেশ পাতলা এবং সংবেদনশীল৷ তাই সহজেই আবহাওয়ার প্রভাব এতে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে (বা বাতাসের শুষ্কতা বেডে় গেলে) যেমন শীতকালে ঠোঁটকে ভেজা রাখা জল দ্রুত শুকিয়ে যায়৷ অত্যধিক শুষ্কতার জন্য ঠোঁট চটচট করে এবং ফেটে যায়৷ তখন খেতে গেলে ঝাল ধরে এবং কথা বলতে অসুবিধা হয়৷ অনেক সময় ফাটা স্থান দিয়ে রক্ত বের হতে থাকে এবং প্রদাহের সৃষ্টি হয়৷ এতে ঠোঁটের শ্রী তো নষ্ট হয়ই, তাছাড়া মানসিক দিক থেকে এ ব্যাপারে উদ্বিগ্ন থাকতে হয়৷ এ সমস্যা প্রতিরোধে ভ্যাসলিন, গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ঠোঁটে লাগাতে হবে৷ বিশেষ করে রাতে ঘুমানোর সময় এটা লাগাতে ভুল করবেন না৷ তবে অনেকের ঠোঁট বেশি শুষ্ক হয়, অনেকের হয় না৷ শীতকাল ছাড়াও পরিবেশ রুক্ষ পরিলক্ষিত হলেও সেগুলো লাগানো উচিত৷

প্রসাধন ব্যবহারে অসতর্কতা : সাজতে মানা, তা কিন্ত্ত নয়৷ তবে লিপস্টিক, লিপলাইনার ইত্যাদি ব্যবহারের ব্যাপারে গুণগত মান একটা চিন্তার বিষয় এবং এসব ব্যবহারে কোনো অ্যালার্জি দেখা গেলে তা অবশ্যই বাদ দিতে হবে৷ অনেক সময় উল্টাপাল্টা প্রসাধনী ব্যবহারে ঠোঁটে প্রদাহের সৃষ্টি হতে পারে৷ তাই প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে গুণগতমান সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রসাধনী ব্যবহারে যদি অ্যালার্জি হয় তবে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷

জীবাণুর আক্রমণ : হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ঠোঁটে ঘা হতে পারে৷ যাকে বলা হয় জ্বরঠুঁটো৷ এটার আক্রমণে ঠোঁটে ব্যথা হয় সৌন্দর্য নষ্ট হয়৷ অনেক সময় ক্যানডিডা নামক ছত্রাকের আক্রমণে ঠোঁটে সমস্যা হয়৷ দুই ঠোঁটের কোণে অনেক সময় সাদা ঘা হয় যা ভিটামিন বি-২-এর অভাবে হয়৷ এক্ষেত্রে ভিটামিনসমৃদ্ধ খাবার যেমন শাক-সবজি, ফলমূল খেতে হবে৷ তাছাড়া ইনফেকশন যাই হোক না কেন, ঠোঁটের বিভিন্ন অস্বাভাবিক পরিবর্তন যেমন— ফোলা, চুলকানো, জ্বালাপোড়া জাতীয় সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷

মুদ্রা দোষের কারণ : অনেকে অভাস আছে দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর বা জিহ্বা দিয়ে ঠোঁট চোষা৷ প্রথমত এ দুটো ব্যাপার দৃষ্টিকটু তারপর এ দুটোর কারণে ঠোঁটের শ্রী নষ্ট হয়৷ অনেকে আছেন অতি উদ্বিগ্নতাকে হালকা করতে হাতের নখ দিয়ে ঠোঁটের পর্দা চিমটিয়ে চিমটিয়ে তোলেন৷ এগুলো পরিহার করা উচিত৷ তাই এসব ছোটখাটো বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে৷ এসব থেকেই স্বাস্থের জটিলতা বাড়তে পারে৷