• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গর্ভাবস্থায় মায়েদের মস্তিষ্কের গ্রে ম্যাটার পরিবর্তিত হয়

অনুসন্ধানে দেখা গেছে যে, প্রথম গর্ভাবস্থায়, মস্তিষ্কের ধূসর পদার্থের পরিমাণ ৪.৯ শতাংশ পর্যন্ত হ্রাস পায়, যা প্রসবোত্তর সময়কালে আংশিক পুনরুদ্ধার ঘটে।

নতুন এক গবেষণায় দেখা গেছে যে, গর্ভাবস্থায় মায়েদের মস্তিষ্কের ধূসর পদার্থের ৯৪ শতাংশ পরিবর্তিত হয়। ইউনিভার্সিটাট অটোনোমা ডি বার্সেলোনার (ইউএবি) একটি গবেষক দল আবিষ্কার করেছে যে, মস্তিষ্কের মোট ধূসর পদার্থের ৯৪ শতাংশের মধ্যে, প্রায় ৫ শতাংশ হ্রাস এবং আংশিক পুনরুদ্ধার হয়।

গবেষণায় নিউরো-ইমেজিং কৌশল ব্যবহার করে এই প্রথমবার গর্ভাবস্থায় মহিলাদের মস্তিষ্ক বিশ্লেষণ করা হয়। নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এই গবেষণায় অ-গর্ভবতী মায়েদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, গর্ভবতীদের মধ্যে জৈবিক প্রভাবগুলি কতটা আলাদা তা নিরীক্ষণ করার জন্য। ইউএবি, গ্রেগরিও মারানন হেলথ রিসার্চ ইনস্টিটিউট এবং হসপিটাল ডেল মার রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা, অন্যান্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে এই গবেষণার অংশ ছিলেন।

Advertisement

অনুসন্ধানগুলি থেকে জানা গেছে, গর্ভাবস্থা এবং প্রসবোত্তর সময়ে মস্তিষ্কে একটি গতিশীল গতিপথ তৈরি হয়, যা গর্ভাবস্থার সময়ে স্টেরয়েড হরমোনের ওঠানামা এবং মায়েদের মানসিক সুস্থতার সঙ্গে যুক্ত।

Advertisement

অনুসন্ধানে দেখা গেছে যে, প্রথম গর্ভাবস্থায়, মস্তিষ্কের ধূসর পদার্থের পরিমাণ ৪.৯ শতাংশ পর্যন্ত হ্রাস পায়, যা প্রসবোত্তর সময়কালে আংশিক পুনরুদ্ধার ঘটে।

গবেষণাটিতে বলা হয়েছে যে, এই পরিবর্তনগুলি মস্তিষ্কের ৯৪ শতাংশের মধ্যে লক্ষ্য করা যায়। গবেষণায় প্রথমবার দেখানো হয়েছে যে, মস্তিষ্কে এই রূপতাত্ত্বিক পরিবর্তনের বিবর্তন দুটি ইস্ট্রোজেন হরমোনের ওঠানামার সঙ্গে যুক্ত যা গর্ভাবস্থায় বৃদ্ধি পায় এবং প্রসবের পরে বেসাল স্তরে ফিরে আসে। গবেষকরা পর্যবেক্ষণ করেছেন এই ইস্ট্রোজেনের মাত্রায় বৃহত্তর বৃদ্ধি এবং পরবর্তী হ্রাস, মস্তিষ্কের গ্রে ম্যাটারের পরিমাণের বাড়া-কমার সঙ্গে যুক্ত।

Advertisement