• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

ডায়াবেটিসে বাড়ে ডিমেনশিয়ার ঝুঁকি

এই গবেষণার প্রধান আনা মার্সেগলিয়া বলেন, ‘গবেষণা করার ফলে একটি ধারণা পাওয়া গেছে যে, রক্তনালীগুলির উপর বিরূপ প্রভাব পড়তে পারে মস্তিষ্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।'

প্রতীকী চিত্র

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি মস্তিষ্কের জৈবিক বয়স অন্বেষণ করতে, ৭০ বছর বয়েসি ৭৩৯ জন সুস্থ মানুষের মস্তিষ্কের ইমেজ বিশ্লেষণ করার কাজে, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম ব্যবহার করেছেন।

‘দ্য জার্নাল অফ দ্য আলঝেইমারস অ্যাসোসিয়েশন’-এ উপস্থাপিত এই গবেষণায় দেখা গেছে যে, ডায়াবেটিস,শুধু স্ট্রোক নয়, মস্তিষ্কের ছোটখাটো নানা রোগ এবং মস্তিষ্কের প্রদাহের সঙ্গে যুক্ত। গবেষক দলটি অংশগ্রহণকারীদের মস্তিষ্কের এমআরআই স্ক্যান করে এবং তারপরে তাদের এআই-ভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করে মস্তিষ্কের চিত্রগুলির বয়স অনুমান করে। এছাড়াও, লিপিড, গ্লুকোজ এবং প্রদাহ পরিমাপের জন্য রক্তের নমুনা নেওয়া হয়েছিল এবং তাদের জ্ঞানীয় ক্ষমতাও পরীক্ষা করা হয়েছিল।

Advertisement

এআই টুলটি জানান দেয় যে, উভয় লিঙ্গের মস্তিষ্কের বয়স গড়ে ৭১ বছর। এরপর গবেষকরা অংশগ্রহণকারীদের আনুমানিক জৈবিক মস্তিষ্কের বয়সকে, তাদের কালানুক্রমিক বয়সের থেকে বাদ দিয়ে, মস্তিষ্কের বয়সের ব্যবধানের দিকটিতে আলোকপাত করেন।

Advertisement

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অফ নিউরোবায়োলজি, কেয়ার সায়েন্সেস অ্যান্ড সোসাইটির গবেষক এবং এই গবেষণার প্রধান আনা মার্সেগলিয়া বলেন, ‘গবেষণা করার ফলে একটি ধারণা পাওয়া গেছে যে, রক্তনালীগুলির উপর বিরূপ প্রভাব পড়তে পারে মস্তিষ্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। রক্তনালীগুলিকে সুস্থ রাখা কতটা জরুরি, মস্তিষ্ককে রক্ষা করার জন্য- সেটা বোঝানোর এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনার রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রয়েছে কিনা তাও নিশ্চিত করা জরুরি। উচ্চ গ্লুকোজের মাত্রা এবং প্রদাহে আক্রান্ত ব্যক্তিদের, মস্তিষ্কের বয়স দ্রুত বাড়তে পারে। এটি ক্রমান্বয়ে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে।’

Advertisement