• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

বাড়িতেই বিদেশী রান্না মাইশোর মাটন কারি বানিয়ে ফেলুন।

কলকাতা:- ছুটির দিনে বা যে কোনো অনুষ্ঠানে মটনের একই রকমের রেসিপি হয়ে থাকে। এবার রান্নায় নতুনত্ব আনার জন্যে বাড়িতেই বানিয়ে ফেলুন মাইশোর মাটন কারি। দেশী স্টাইলের মটন তো অনেক খেয়েছেন, এবার বিদেশী স্টাইলে সহজেই বানিয়ে ফেলুন মাইশোর মাটন কারি। জেনে নেওয়া যাক সহজে কি ভাবে তৈরি করবেন। উপকরণ:- •মটনের টুকরো (৫০০ গ্রাম), •পেঁয়াজ (লম্বা পাতলা

কলকাতা:- ছুটির দিনে বা যে কোনো অনুষ্ঠানে মটনের একই রকমের রেসিপি হয়ে থাকে। এবার রান্নায় নতুনত্ব আনার জন্যে বাড়িতেই বানিয়ে ফেলুন মাইশোর মাটন কারি। দেশী স্টাইলের মটন তো অনেক খেয়েছেন, এবার বিদেশী স্টাইলে সহজেই বানিয়ে ফেলুন মাইশোর মাটন কারি। জেনে নেওয়া যাক সহজে কি ভাবে তৈরি করবেন।

উপকরণ:-
•মটনের টুকরো (৫০০ গ্রাম),
•পেঁয়াজ (লম্বা পাতলা করে কাটা,
•২ টি বড়ো মাপের),
•রিফাইন্ড অয়েল (২ টেবিল চামচ),
•গোটা সর্ষে (১/৪ চামচ),
•ছোট এলাচ (৪টি),
•স্টার অ্যানিস (১টি),
•কারিপাতা (১মুঠো),
•ধনে গুঁড়ো ( আধ চা চামচ),
•জল ঝরানো টকদই (১/৩ কাপ),
•টমেটো পিউরি (১টেবিল চামচ),
•অড়হর ডাল (আধ চা চামচ),
•দারচিনি (১ ইঞ্চি),
•লবঙ্গ (৪ টি),
•কাঁচালঙ্কা (২টি, চেরা),
•লাল লঙ্কা গুঁড়ো (৩ টেবিল চামচ),
•জিরে গুঁড়ো (আধ চা চামচ)।
•আদা বাটা (২ টেবিল চামচ),
•জল (৫০০ মিলি),
•হলুদ গুঁড়ো (আধ চা চামচ),
•নুন (২ চিমটে),
•রসুন বাটা(৩ টেবিল চামচ),
•মেথি (১ চা চামচ),
•লাল লঙ্কা গুঁড়ো ( আধ চা চামচ)।
প্রণালী:-
কড়াই মাঝারি আঁচে বসিয়ে গরম করে মটনের টুকরোগুলো দিয়ে একে একে আদা-রসুন বাটা, মেথি, টকদই, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে দিন। খুব ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে অল্প আঁচে কিছুক্ষন রান্না করুন। মাংস সেদ্ধ না হলে আরো একটু জল দিতে পারেন। অন্য একটা কড়াইতে তেল গরম করে অড়হর ডাল আর সর্ষে দিয়ে নেড়েচেড়ে নিন। যতক্ষণ না ডালে সোনালী রঙ ধরছে। এক এক করে দারুচিনি, ছোট এলাচ, ও লবঙ্গ দিয়ে দিন। এবার এর মধ্যে পেঁয়াজ, কাঁচালঙ্কা, কারিপাতা দিয়ে ভাজুন। পেঁয়াজে সোনালী রঙ ধরলে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং টমেটো পিউরি দিন। গ্রেভি ভালোমতো কষে গেলে সেদ্ধ মাংসটা এই গ্রেভিতে দিয়ে খুব ভালো করে মেশান। এরপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাইশোর মাটন কারি।