রুশ হামলার মাঝেই আচমকা আমেরিকা সফরের ঘোষণা জেলেনস্কির

Written by SNS December 21, 2022 5:59 pm

কিয়েভ, ২১ ডিসেম্বর– রুশ হামলায় বিধস্ত ইউক্রেন। যদিও জমি ছাড়তে নারাজ কিয়েভের সৈন্য সহ প্রেসিডেন্ট জেলেননস্কি। রুশবাহিনী একের পর এক ধ্বংস করে চলেছে ইউক্রেনের নানানা শহর। আর এরই মাঝে হঠাৎ আমেরিকা সফরের ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। টুইট করে এই বার্তা দিয়েছেন তিনি। সেই সূত্র ধরেই জ়েলেনস্কির আমেরিকা সফরের কথা প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর এই প্রথম বিদেশ সফর ইউক্রেনের প্রেসিডেন্টের।

আমেরিকায় নিজের কর্মসূচির কথা টুইট করে জানিয়ে তিনি লিখেছেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে আমি আমেরিকা সফর করছি। আমরা পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা বলব। আমি আমেরিকার কংগ্রেসে বক্তৃতা করব। এর পাশাপাশি, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও হবে।’ জ়েলেনস্কির আচমকা আমেরিকা সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবারই বাখমুত শহরে গিয়েছিলেন তিনি। সেখানে এখন যুদ্ধ পরিস্থিতি। সেই পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এর পরই আমেরিকা সফরের ঘোষণা তাঁর। জ়েলেনস্কির আমেরিকা সফরের ইঙ্গিত মিলেছে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্যদের উদ্দেশে লেখা স্পিকার ন্যান্সি পেলোসির চিঠিতেও। বুধবার ‘গণতন্ত্র’ বিষয়ক একটি বিশেষ আলোচনায় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন পেলোসি।