উত্তরপ্রদেশ:- কাজে গাফিলতি বরদাস্ত নয় সেকথা মনে করিয়ে দিতেই ১৪ জন অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে যোগী সরকার। সূত্রের খবর, রাজস্ব আদায়ে গাফিলতির জেরে ১৪জন অফিসারকে শোকজ করেছেন তিনি। এবং তাঁদের বার্তা দেওয়া হয়েছে যে সন্তোষজনক কারণ দেখাতে না পারলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। রাজস্ব আদায়ে তৎপরতা আনার জন্য ৬০ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন আধিকারীকদের। তার রিভিউ নেওয়ার সময় যোগী এই ১৪ জন অফিসারকে কম রাজস্ব আদায়ের কারণ জানতে চান। কিন্তু তাঁরা সঠিক কোনও উত্তর দিতে পারেননি। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন সাত ডিস্ট্রিক্ট কালেক্টর বারাণসী, সাহারানপুর, আজমগড়, বাস্তি, চিত্রকূট ধাম, অযোধ্যা, আলিগড় এবং সাত জেলা শাসক বাগপট, শামলি, মুজাফফরনগর, হাপুর , চিত্রকূট, ললিতপুর এবং আমরোহার। নানা ভাবে তাঁরা নির্ধিরিত রাজস্ব আদায় করতে পারেননি। এবং কেন পারেননি তার সঠিক উত্তর তাঁরা দিতে পারেননি। তারপরেই তাঁদের শোকজ করেন যোগী।
Advertisement
Advertisement



