শি জিনপিংয়ের মস্কো সফর , মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক

Written by SNS March 20, 2023 6:36 pm
 মস্কো, ২০ মার্চ –  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ‘বন্ধুত্ব সফরে’ সোমবার রাশিয়ায় পৌঁছন শি জিনপিং। সোমবার ভারতীয় সময় দুপুর তিনে নাগাদ মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পৌঁছয় জিনপিং-এর ব্যক্তিগত বিমান। জিনপিংয়ের এই রাশিয়া সফরের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। শি জিনপিংয়ের তিন দিনের এই সফরে রাষ্ট্রনেতাদ্বয় দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করবেন। রাশিয়া – ইউক্রেন যুদ্ধের একটা নিষ্পত্তিও আশা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞমহল। শি-র মুখে পুতিনের প্রশংসা শোনা গেলেও, ইউক্রেন সম্পর্কে তিনি নিশ্চুপ ।
জিনপিং মস্কো এসে পৌঁছনোর আগেই শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন উভয়েই একে অপরের দেশের প্রশংসা করেন। তাঁরা জানান, গত এক দশকে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে। পুতিন বলেছেন, প্রেসিডেন্ট শির সফর ‘এক যুগান্তকারী ঘটনা’। এই সফরে ‘রাশিয়া-চিন বিশেষ সম্পর্ক’ আরও মজবুত হবে।  এই কৃতজ্ঞতা ফিরিয়ে দিয়েছেন শি জিনপিং-ও ।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সমাধান করতে চিনের বেশ কিছু প্রস্তাব রয়েছে। তাই নিয়ে বৈঠক করবেন দুই দেশের প্রধান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থান জানাবেন পুতিন।  চিনের প্রেসিডেন্ট মস্কোয় পা দেওয়ার আগেই আন্তর্জাতিক আদালতের ঘোষণাকে আবারও কটাক্ষ করেছে মস্কো। পাশাপাশি, ইউক্রেন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা হচ্ছে বলে আমেরিকাকে দায়ী করেছে পুতিন প্রশাসন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর, প্রথম রাশিয়া সফরে শি জিনপিং।
  
প্রসঙ্গত, গত এক বছর পেরিয়ে  গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর সরাসরি প্রভাব এসে পড়ছে রাশিয়ার অর্থনীতিতে। অন্য দিকে, ওই যুদ্ধে হত্যা এবং শিশু-নির্যাতনের ‘অপরাধে’  পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যদিও রাশিয়া বিষয়টিকে তুচ্ছ করেছে।