জম্মু, ২ সেপ্টেম্বর– ফের গুলিতে গর্জে উঠল ভূস্বর্গ । সাধারণ মানুষের ওপর নির্বিশেষে গুলি চালাল জঙ্গিরা । জঙ্গিদের গুলির শিকার বাংলার শ্রমিক। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় আহত হলেন এক বাংলার শ্রমিক। কাজের সূত্রে কাশ্মীরে থাকতেন তিনি।
জানা গেছে, আহত শ্রমিকের নাম মনিরুল ইসলাম। উত্তর দিনাজপুরের বাসিন্দা তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি। এই নিয়ে বিগত কয়েকদিনে জঙ্গিদের গুলিতে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিত ও পরিযায়ী শ্রমিক আহত ও নিহত হয়েছেন।
Advertisement
Advertisement



