• facebook
  • twitter
Friday, 19 December, 2025

দেশে লিঙ্গবৈষ্যমের বিরুদ্ধে নারীদের বন্ধে শামিল খোদ আইসল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী

রেকজাভিক, ২৫ অক্টোবর– দেশের প্রধানমন্ত্রী নারী বনধে শামিল হয়ে প্রমানিত করলেন সত্যিই দেশে নারী সাম্য নেই৷ নারীদের বেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের মহিলারা৷ তাঁদের প্রতিবাদে শামিল হলেন দেশের প্রধানমন্ত্রীও৷ সমস্ত কাজ বন্ধ রেখে সাধারণ নারীদের সঙ্গেই সমান বেতনের দাবি জানালেন কাটরিন জাকোবসডটিরও৷ ঘটনাটি ঘটেছে আইসল্যান্ডে ৷ যদিও লিঙ্গসাম্যতার নিরিখে বিশ্বের সব দেশের মধ্যে

রেকজাভিক, ২৫ অক্টোবর– দেশের প্রধানমন্ত্রী নারী বনধে শামিল হয়ে প্রমানিত করলেন সত্যিই দেশে নারী সাম্য নেই৷ নারীদের বেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের মহিলারা৷ তাঁদের প্রতিবাদে শামিল হলেন দেশের প্রধানমন্ত্রীও৷ সমস্ত কাজ বন্ধ রেখে সাধারণ নারীদের সঙ্গেই সমান বেতনের দাবি জানালেন কাটরিন জাকোবসডটিরও৷ ঘটনাটি ঘটেছে আইসল্যান্ডে ৷ যদিও লিঙ্গসাম্যতার নিরিখে বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষে রয়েছে আইসল্যান্ড৷ তা সত্ত্বেও সেদেশের মহিলাদের বেতন পুরুষদের তুলনায় অন্তত ১০ শতাংশ কম৷ তার প্রতিবাদেই বন্ধে শামিল হয়েছেন অন্তত দশ হাজার মহিলা৷
মঙ্গলবার থেকে ব্যাপক প্রতিবাদ শুরু করেছেন আইসল্যান্ডের মহিলারা৷ নিজেদের কর্মক্ষেত্র ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ করছেন তাঁরা৷ জানা গিয়েছে, ১৯৭৫ সালের পর এই প্রথমবার এত বেশি সংখ্যক মহিলা একই প্রতিবাদে অংশ নিয়েছেন৷ দেশের কর্মরত মহিলাদের ৯০ শতাংশই এই প্রতিবাদে শামিল হয়েছেন৷ স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল-সমস্ত ক্ষেত্রেই বিশেষ প্রয়োজন ছাড়া কাজ বন্ধ রেখেছিলেন মহিলারা৷
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিরিখে, বিশ্বে লিঙ্গসাম্য বজায় রাখার নিরিখে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড৷ তা সত্ত্বেও পুরুষ ও মহিলাদের বেতনের মধ্যে ১০.২ শতাংশ ফারাক রয়েছে৷ এছাড়াও কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হন আইসল্যান্ডের ৪০ শতাংশ মহিলা৷ সব মিলিয়ে সমানাধিকারের দাবিতে সরব প্রধানমন্ত্রী থেকে সাধারণ মহিলারা৷

Advertisement

Advertisement