• facebook
  • twitter
Friday, 11 October, 2024

ঝগড়ার মাঝে স্বামীর কান ছিঁড়ে নিল স্ত্রী

দিল্লি, ২৭ নভেম্বর– স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে হঠাৎ এতটাই হিংস্র হয়ে উঠলেন স্ত্রী যে তিনি স্বামীর কান কামডে় ছিঁডে় নিলেন৷ গলগল করে কান থেকে রক্ত গডি়য়ে পড়ল৷ তখন সেখানেই উপস্থিত ছিল তাদের ছেলে৷ বাবার অবস্থা দেখে দিশাহারা হয়ে পডে় পুত্র৷ সেই বাবাকে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাটি দিল্লির সুলতানপুরী এলাকার৷ ঘটনার পরই থানায় তিনি স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের

দিল্লি, ২৭ নভেম্বর– স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে হঠাৎ এতটাই হিংস্র হয়ে উঠলেন স্ত্রী যে তিনি স্বামীর কান কামডে় ছিঁডে় নিলেন৷ গলগল করে কান থেকে রক্ত গডি়য়ে পড়ল৷ তখন সেখানেই উপস্থিত ছিল তাদের ছেলে৷ বাবার অবস্থা দেখে দিশাহারা হয়ে পডে় পুত্র৷ সেই বাবাকে হাসপাতালে নিয়ে যায়৷
ঘটনাটি দিল্লির সুলতানপুরী এলাকার৷ ঘটনার পরই থানায় তিনি স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন বছর ৪৫ এর ওই যুবক৷ তাঁর কানে অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকদের৷ পুলিশ সূত্রে খবর, গত ২০ নভেম্বর বাডি়তে ছিলেন যুবক৷ তাঁর সঙ্গে স্ত্রীর কোনও কারণে ঝামেলা চলছিল৷ যুবক পুলিশকে তাঁর বয়ানে জানিয়েছেন, সে দিন সকালে আবর্জনা ফেলতে বাডি়র বাইরে গিয়েছিলেন তিনি৷ যাওয়ার সময় স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলে যান৷
অভিযোগ, যুবক ফিরে এলেই ‘অজানা কারণে’ তাঁর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন মহিলা৷ বেশ কিছু ক্ষণ ঝগড়া চলার পর ঘর থেকে আবার বেরিয়ে যেতে উদ্যত হন যুবক৷ সেই সময়েই তাঁর কাছে গিয়ে তাঁর কান কামডে় ধরেন ওই মহিলা৷
বাবা, মায়ের এই ঝামেলা দেখে দম্পতির পুত্র দিশাহারা হয়ে পডে়৷ সে দ্রুত বাবাকে হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ কিন্ত্ত তখন তারা আক্রান্তের বয়ান রেকর্ড করতে পারেনি৷ দু’দিন পরে যুবক একটু সুস্থ হলে নিজেই থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷
তাঁর অভিযোগ, তাঁর স্ত্রী সম্পত্তি ভাগ করার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন৷ মহিলা চেয়েছিলেন, স্বামীর সম্পত্তির অর্ধেক ভাগ নিয়ে আলাদা থাকবেন৷ তা নিয়েই দু’জনের মধ্যে ঝামেলা চলছিল৷ যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে৷ উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে থানা থেকে৷