• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাঘবই কেন? …

মুম্বই: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা বাধা পড়েছেন দাম্পত্যের বাঁধনে।  বলিউডের অন্যতম আলোচিত নায়িকা হয়েও পরিণীতি কেন রাজনীতিবিদ রাঘবকে বিয়ে করবেন বলে ঠিক করলেন- এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। তবে দুই মেরুতে অবস্থিত দুই আলাদা-আলাদা পেশায় হওয়া সত্ত্বেও আজ তারা একে অপরের পরিপূরক। এই নিয়েই প্রশ্ন করা হলে পরিণীতি জানিয়েছিলেন, প্রেমের

মুম্বই: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা বাধা পড়েছেন দাম্পত্যের বাঁধনে।  বলিউডের অন্যতম আলোচিত নায়িকা হয়েও পরিণীতি কেন রাজনীতিবিদ রাঘবকে বিয়ে করবেন বলে ঠিক করলেন- এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

তবে দুই মেরুতে অবস্থিত দুই আলাদা-আলাদা পেশায় হওয়া সত্ত্বেও আজ তারা একে অপরের পরিপূরক। এই নিয়েই প্রশ্ন করা হলে পরিণীতি জানিয়েছিলেন, প্রেমের বিষয়ে তিনি ভীষণ বাস্তববাদী। অবাস্তুব কিছু তার মন কাড়ে না। একে অপরের প্রতি আস্থা রাখা, একে অপরের ভালো মন্দে পাশে থাকা এবং তিনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে তার সামনে মেলে ধরাটা কাম্য। এ গুণগুলো তিনি রাঘবের মধ্যেও দেখেছেন। তবে রাঘবই কেন সেই প্রশ্নে পরিণীতির জবাব, আসলে তারা দুজনেই বাস্তববাদী মানুষ। লোক দেখানোয় কেউই বিশ্বাসী নন তাই রাঘব তাই রাঘব তার জীবনসঙ্গী ।

Advertisement

Advertisement

Advertisement