• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

পিকনিকে করতে গিয়ে যুবকের রক্তাক্ত দেহ মিলল নদিয়ার আমবাগানে!

কোচবিহার,২ জানুয়ারী — মালদহের পর এবার নাদিয়ার শান্তিপুরে পুনরাবৃত্তি ঘটলো একটি ঘটনার।বর্ষবরণ উপলক্ষে পিকনিকে গিয়ে প্রাণ গেলো এক যুবকের। আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ  ! নদিয়ার  শান্তিপুর ফুলিয়ার কদমপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম অমিত কুমার রাভা।এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ওই আমবাগানে মদের আসর বসে। তাই তাঁদের অনুমান, মদের আসরেই ওই যুবককে খুন হয়েছে।

কোচবিহার,২ জানুয়ারী — মালদহের পর এবার নাদিয়ার শান্তিপুরে পুনরাবৃত্তি ঘটলো একটি ঘটনার।বর্ষবরণ উপলক্ষে পিকনিকে গিয়ে প্রাণ গেলো এক যুবকের। আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ  ! নদিয়ার  শান্তিপুর ফুলিয়ার কদমপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম অমিত কুমার রাভা।এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ওই আমবাগানে মদের আসর বসে। তাই তাঁদের অনুমান, মদের আসরেই ওই যুবককে খুন হয়েছে।

বছর তিরিশের অমিতের বাড়ি কোচবিহারে। কয়েকদিন আগেই শান্তিপুর থানার বেলঘড়িয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলা পাড়ার বাসিন্দা সুজন দাসের তাঁত কারখানায় কাজ করতে এসেছিলেন অমিত।রবিবার রাতে বর্ষবরণ উপলক্ষে কদমপুরের ওই আমবাগানে পিকনিকের আয়োজন করেছিল অমিতের বন্ধুরা। সেখানে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি অমিত । পরে আমবাগানে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল। ঘটনা চাউর হতেই এলাকার চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারাই খবর দেন শান্তিপুর থানায়।