কিংবদন্তী জয়বর্ধনকে পেছনে ফেলতে মাত্র ৬৩ রান দরকার কোহলির 

Written by SNS January 15, 2023 4:38 pm

মুম্বাই, ১৫ জানুয়ারি — চলতি সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে বিরাট কোহলি টপকে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরকে। এবার সিরিজের শেষ ম্যাচে তিনি মাহেলা জয়বর্ধনেকে টপকাতে প্রস্তুত । আর ৬৩ রান করতে পারলেন তিনি টপকে যাবেন শ্রীলঙ্কার কিংবদন্তী মাহেলা জয়বর্ধনেকে। যদি সেটা করতে পারেন তাহলে তিনি ওডিআই ব্যাটারদের তালিকায় সর্বকালের সেরা রান করার তালিকায় পঞ্চম স্থানে উঠে আসবেন। ২০২২ সালের এশিয়া কাপের পর থেকে বিরাট কোহলি ভালো ছন্দে রয়েছেন। এশিয়া কাপে তিনি রানে ফেরেন, এরপর থেকে চলছে তাঁর রানের ধারা। ২০২২ সালের শেষ ওডিআই ও ২০২৩ সালের প্রথম ওডিআইতে তিনি সেঞ্চুরি পেয়েছেন।

ওডিআই ব্যাটারদের তালিকায় রানের দিক থেকে বিরাট কোহলি রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর মোট রান ১২ হাজার ৫৮৮। তাঁর উপরে রয়েছেন মাহেলা জয়বর্ধনে। তাঁর রান ১২ হাজার ৬৫০।