• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি। রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা

হুগলি,৩ এপ্রিল — ফের রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরের পর এবার উত্তপ্ত হুগলির রিষড়া ।হুগলির রিষড়ায় রামনবমী মিছিলকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। চলে দেদার  ভাঙচুর, ইটবৃষ্টি বাদ গেল না কিছুই।ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।  রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।  হুগলির রিষড়ার এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠল প্রশ্ন।  হুগলির রিষড়ায়

হুগলি,৩ এপ্রিল — ফের রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরের পর এবার উত্তপ্ত হুগলির রিষড়া ।হুগলির রিষড়ায় রামনবমী মিছিলকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। চলে দেদার  ভাঙচুর, ইটবৃষ্টি বাদ গেল না কিছুই।ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।  রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

 হুগলির রিষড়ার এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠল প্রশ্ন।  হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমি মিছিলে ছিলাম। হঠাৎ গন্ডগোল শুরু হয়ে গেল। বোমের আওয়াজ আসছে। কে কোথা থেকে বোমা মারছে কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের উপর আস্থা রাখছি।’ পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে বলে সূত্রের খবর।শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বলেন, ‘বেশিরভাগ বাইরের লোক। অন্য জায়গা থেকে এসে এলাকার অশান্তি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন।

Advertisement

Advertisement